অভিবাসীদের নাগরিকত্ব লাভের শর্ত হিসেবে 'সম্মানজনক আচরণ' করা এবং আরও দীর্ঘ সময় ধরে বসবাসের শর্তে যুক্ত করতে চায় সুইডেনের সরকার। এছাড়া সুইডিশ সমাজ এবং মূল্যবোধ সম্পর্কিত জ্ঞানের একটি পরীক্ষা অন্তর্ভুক্ত করার কথাও জানিয়েছে স্টকহোম। অভিবাসীদের নাগরিকত্ব অর্জনের শর্ত আরও কঠোর করতে চলেছে সুইডেন। দেশটির মধ্য-ডানপন্থি সরকার এই ঘোষণা দিয়ে বলেছে, সুইডেনের নাগরিকত্ব পেতে হলে একজন বিদেশিকে দেশটিতে আট বছর বসবাস করতে হবে। বর্তমান আইনে পাঁচ বছর বসবাস করলে নাগরিকত্বের আবেদন করা যায়। এছাড়া আবেদনকারীদের সুইডিশ সমাজ ও মূল্যবোধ সম্পর্কে একটি যাচাই পরীক্ষা এবং সুইডিশ ভাষা দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশেষজ্ঞদের একটি কমিশন দেশটির সরকারকে এসব সুপারিশ করেছে।
\হকমিশনের সভাপতি কিরসি লাকসো উটভিক বলেন, অভিবাসীরা দেশটিতে অবস্থানরত অবস্থায় 'সম্মানজনক আচরণ' করার প্রয়োজনীয়তা জোরদার করা উচিত। সুনির্দিষ্টভাবে বলতে গেলে, এটির অর্থ হচ্ছে যেসব ব্যক্তি কোনও অপরাধ করেছে অথবা ঋণগ্রস্ত তারা বর্তমান আইনের মতো এত সহজে নাগরিকত্ব পেতে সক্ষম হবে না।