ফিলিপাইনে বিমানবাহিনীর একটি পেস্নন বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। সামরিক কর্মকর্তারা বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে অভিযান চালানোর সময় বিমানবাহিনীর পেস্ননটি বিধ্বস্ত হয়েছে। খবর রয়টার্সের। কখন ওই পেস্ননটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে ফিলিপাইনের বিমানবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে বুকিদনন প্রদেশে একটি অভিযানের সময় এফএ-৫০ যুদ্ধবিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপরেই পেস্ননটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে তলস্নাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় মিনদানাও অঞ্চলের কালাতুংয়ান পাহাড়ি এলাকায় ওই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ এবং দুই পাইলটের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।