গণ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ক্যাম্পাস অডিটোরিয়ামে এ উপলক্ষে ২৮ অক্টোবর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. কৃষ্ণা ভদ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রারসহ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ক্রেস্ট ও ফুল দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ এবং অনার্স ও মাস্টার্সের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।