গণ-বিশ্ববিদ্যালয়ের (গবি) ক্যারিয়ার গঠনে সহযোগিতামূলক অন্যতম সংগঠন গবি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (জিবিসিডিসি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১৪ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় জিবিসিডিসি'র কার্যালয়ের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ছাত্র উপদেষ্টার উপস্থিতিতে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং ক্লাবের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম এবং সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবটির সদস্য মেহেরাব হোসাইন জিসান ক্লাবটির বিগত এক বছরে আয়োজিত ২৭টি কার্যক্রম তুলে ধরেন। অনলাইন ও অফলাইনে সেমিনার, ওয়ার্কশপ, স্কিল ডেভেলপমেন্টের জন্য ধারাবাহিক বিশেষ সেশন, করপোরেট ভিজিট ও টিম বিল্ডিং কার্যক্রমগুলো তুলে ধরেন।
ক্লাবের শিক্ষক উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন বলেন, ক্যারিয়ার ক্লাবের সঙ্গে সম্পৃক্ত সবাই ক্রিয়েটিভ। ছাত্র অবস্থায় ক্যারিয়ার-বিষয়ক সচেতনতা তৈরির উদ্যোগ খুবই প্রশংসনীয়। ক্লাবটি বিগত এক বছরে অনেক কাজ করেছে, যা শিক্ষার্থীদের একাডেমিক অধ্যয়নের সঙ্গে ক্যারিয়ার স্কিলের সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের প্রতিযোগিতার জার্নিতে এগিয়ে নিবে।
গণ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ফজলুল করিম ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের ভবিষ্যৎ দিকনির্দেশনা দেন এবং ক্যারিয়ার ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, আমি ক্যারিয়ার ক্লাবের সঙ্গে শুরু থেকেই ছিলাম, তাদের আয়োজিত প্রায় সব সেমিনার ও কার্যক্রমে আমি উপস্থিত ছিলাম। শিক্ষার্থীদের তাদের ক্যারিয়ার নিয়ে ভাবনার বিকল্প নেই, এই ক্যারিয়ার ভাবনাকে গবি'তে শিক্ষার্থীদের কাছে আরও সহজ করে দিয়েছে জিবিসিডিসি। ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে অভিনন্দন এবং আগামীতে ক্লাবকে আরও গতিশীল করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে ক্লাবটির সভাপতি হাসিব মীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- আইকিউএসি পরিচালক ও আইন বিভাগের প্রধান অধ্যাপক ড. পারভেজ আহমেদ, জিবিসিডিসি'র মেন্টর তানিয়া আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীসহ জিবিসিডিসি'র সব সদস্যরা।