অফিসে যাওয়ার সময় মহাবিরক্ত স্বামী। তাড়াহুড়া করে টাই বাঁধতে বাঁধতে স্ত্রীকে ইঙ্গিত করে বললেন-
স্বামী : না জানি আজ কার মুখ দেখে ঘুম ভাঙছে! সাড়ে ১০টা বাজতে চললো, এখনো নাস্তা কপালে জুটল না!
স্ত্রী : আমাদের খাটের পায়ের দিকের দেওয়াল থেকে বড় আয়নাটা সরাও। তা না হলে রোজ এই একই অভিযোগ করতে হবে তোমাকে!