শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা

পঞ্চম শ্রেণির পড়াশোনা

রোমানা হাবীব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ১৫ জানুয়ারি ২০২১, ০০:০০
পঞ্চম শ্রেণির পড়াশোনা
পঞ্চম শ্রেণির পড়াশোনা

২. তোমার জন্মদিনে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ।

বাসাবো, ঢাকা

1

১২.৬.২০১৯

প্রিয় রাফি,

কেমন আছিস? আমি ভালো আছি। তোকে আজ একটি বিশেষ কারণে চিঠি লিখছি। আগামী ২১ জুন আমার জন্মদিন। ওই দিন আমাদের বাসায় ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। ওই অনুষ্ঠানে তোকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আশা, রিয়া, সুমন ও অন্যরা উপস্থিত থাকবে। আমরা সবাই মিলে অনেক দিন পর আবার একসঙ্গে আনন্দ করব।

ভালো থাকিস। তোর অপেক্ষায় রইলাম।

ইতি

পিয়াল

৩. তোমার বন্ধুকে কোনো একটি দর্শনীয় স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে চিঠি লেখ।

ফরিদপুর

২১.৬.২০

প্রিয় দিলারা,

আশা করি, ভালো আছো। আজ তোমাকে একটি দর্শনীয় স্থান সম্পর্কে লিখব।

গত ২০ জানুয়ারি আমরা পরিবারের সবাই মিলে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে গিয়েছিলাম। সেখানে গ্রাম-বাংলার অজস্র লোকজ উপাদান রয়েছে। সেই সঙ্গে আছে অপার প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য। সেখানে গেলে বাংলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা যায়। চলো, আমরা সব বন্ধুরা মিলে সেখানে গিয়ে ঘুরে আসি। তুমি একটি দিন ঠিক করো।

আজ আর নয়। ভালো থেকো। শিগগিরই যেন দেখা হয়।

ইতি

রিমঝিম

৪. তোমার বন্ধুকে পরীক্ষা শেষে ছুটি কীভাবে কাটাবে তা জানিয়ে একটি পত্র লেখ।

বান্দরবান

১৫.১২.২০১৯

প্রিয় রুমি,

শুভেচ্ছা নিও। গতকাল তোমার চিঠি পেয়েছি। তুমি জানতে চাইলে ছুটি আমি কীভাবে কাটাচ্ছি।

আমি চিন্তা করলাম ছুটিতে কিছু বই পড়ব আর বাগান করব। সেজন্য আমি বেশকিছু টব সংগ্রহ করেছি ও গাছ লাগানো শুরু করেছি। প্রথমে আমি কিছু ফুলগাছ লাগাবো যেমন- গোলাপ, বেলি, গাঁদা। এরপর ফলগাছ লাগাবো যেমন- পেয়ারা, পেঁপে, আতা। এছাড়া ভাবছি তোমাদের বাড়ি বেড়াতে যাবো।

আজ আর নয়। শিগগিরই দেখা হবে।

ইতি

শীলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে