শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সপ্তম শ্রেণির পড়াশোনা (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

অধ্যায়-৩

৪. কীভাবে ইন্টারনেট ব্যবহারে বিপদমুক্ত হওয়া যায়?

ক. প্রকাশ্যভাবে ব্যবহার করে

খ. অপ্রকাশ্যভাবে ব্যবহার করে

গ. অপরিচিত মানুষকে নিজের পরিচয় দিয়ে

গ. রূঢ়তা প্রদর্শন করে

সঠিক উত্তর : ক. প্রকাশ্যভাবে ব্যবহার করে

৫. অনেকের কাছেই কম্পিউটারের মূল ব্যবহার দাঁড়িয়েছে কিসের ব্যবহারে?

ক. গান শোনা ও ছবি দেখা

খ. তথ্য সংগ্রহ করা

গ. তথ্য সরবরাহ করা

ঘ. ইন্টারনেটে সামাজিক নেটওয়ার্কে সময় কাটানো

সঠিক উত্তর : ঘ. ইন্টারনেটে সামাজিক নেটওয়ার্কে সময় কাটানো

৬. অন্যের ওয়েবসাইটে অবৈধভাবে ঢুকে যাওয়াকে কী বলে?

ক. ব্রাউজিং খ. স্মাগলিং

গ. হ্যাকিং ঘ. ট্যাগিং

সঠিক উত্তর: গ. হ্যাকিং

৭. ইন্টারনেট ব্যবহারে সতর্কবার্তা কোনটি?

ক. পরিচিত মানুষকেও নিজের পাসওয়ার্ড দেওয়া যাবে না

খ. অপরিচিত মানুষকে নিজের নাম বলা যাবে না

গ. অপরিচিত মানুষকে নিজের নাম জানানো যাবে না

ঘ. অপরিচিত মানুষকে নিজের নাম, ছবি ও পাসওয়ার্ড দেওয়া যাবে না

সঠিক উত্তর : ঘ. অপরিচিত মানুষকে নিজের নাম, ছবি ও পাসওয়ার্ড দেওয়া যাবে না

৮. দেশ-বিদেশে মানুষের সঙ্গে কম খরচে দ্রম্নত যোগাযোগ করা যায়-

র. ওয়েবসাইট ব্যবহার করে

রর. ইন্টারনেট ব্যবহার করে

ররর. মোবাইল ফোন ব্যবহার করে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

৯. কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারী-

র. অন্যের দৃষ্টির আড়াল হবে না

রর. এমন জায়গায় বসবে, যাতে চেহারা দেখা যায়

ররর. এমন জায়গায় বসবে, যাতে কম্পিউটারের স্ক্রিন দেখা যায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

১০. ওঅউ-এর পূর্ণরূপ কী?

ক. ওহঃবৎহধঃরড়হধষ অফফরপঃরড়হ উরংড়ৎফবৎ

খ. ওহঃবৎহবঃ অফফরপঃরড়হ উরংড়ৎফবৎ

গ. ওহঃবৎহধষ অফফরপঃরড়হ উরংড়ৎফবৎ

ঘ. ওহঃবৎহবঃ অফসরংংরড়হ উরংড়ৎফবৎ

সঠিক উত্তর : খ. ওহঃবৎহবঃ অফফরপঃরড়হ উরংড়ৎফবৎ

১১. ওঅউ শব্দটি কোনটির সাথে সম্পর্কিত?

ক. জুয়া খেলার নেশা

খ. মাদক ব্যবহারের নেশা

গ. বেশি কম্পিউটার ব্যবহারের নেশা

ঘ. বেশি ইন্টারনেট ব্যবহারের নেশা

সঠিক উত্তর : ঘ. বেশি ইন্টারনেট ব্যবহারের নেশা

১২. কেউ যদি অন্যের ওয়েবসাইটে ঢুকে কোনো কিছু নষ্ট করে তাকে বলে-

ক. সাদা টুপি হ্যাকার

খ. কালো টুপি হ্যাকার

গ. হলুদ টুপি হ্যাকার

ঘ. নীল টুপি হ্যাকার

সঠিক উত্তর : খ. কালো টুপি হ্যাকার

১৩. গগঙ কী?

ক. গধংঃবৎ সঁষঃরঢ়ষধুবৎ ড়হষরহব মধসব

খ. গধংংরাবষু সঁষঃরঢ়ষধুবৎ ড়হষরহব মধসব

গ. গঁঃঁধষ সঁষঃরঢ়ষধুবৎ ড়হষরহব মধসব

ঘ. গড়ৎমধহ সঁষঃরঢ়ষধুবৎ ড়হষরহব মধসব

সঠিক উত্তর : খ. গধংংরাবষু সঁষঃরঢ়ষধুবৎ ড়হষরহব মধসব

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে