বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
পৌরনীতি ও নাগরিকতা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ২৮ মার্চ ২০২১, ০০:০০
নবম-দশম শ্রেণির পড়াশোনা
প্রাচীনকালে নগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্র ছিল কোথায়?

প্রথম অধ্যায়

১। আজ থেকে প্রায় কত বছর আগে নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়?

1

ক) প্রায় ১৫০০ খ) প্রায় ২০০০

গ) প্রায় ২৫০০ ঘ) প্রায় ৩০০০

উত্তর: গ) প্রায় ২৫০০।

২। নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয় প্রথম কোথায়?

ক) প্রাচীন মিশরে খ) প্রাচীন গ্রিস

গ) ভারতীয় উপমহাদেশে ঘ) রোমে

উত্তর: খ) প্রাচীন গ্রিস।

৩। নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি রয়েছে?

ক) দুটি খ) তিনটি

গ) চারটি ঘ) পাঁচটি

উত্তর: ক) দুটি।

৪। কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত?

ক) সম্পত্তি ভোগের খ) ভোটাধিকারের

গ) মজুরি লাভের ঘ) নির্বাচিত হওয়ার

উত্তর: ক) সম্পত্তি ভোগের।

৫। সমাজভেদে কোন অধিকারটির ভিন্নতা দেখা যায়?

ক) সামাজিক খ) রাজনৈতিক

গ) অর্থনৈতিক ঘ) নৈতিক

উত্তর: ঘ) নৈতিক

৬। আমরা সবাই কোন দেশের নাগরিক?

ক) পূর্ববঙ্গ খ) বাংলাদেশ

গ) পূর্ব পাকিস্তান গ) ভারত

উত্তর: খ) বাংলাদেশ।

৭। প্রাচীনকালে নগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্র ছিল কোথায়?

ক) প্রাচীন রাশিয়ায় খ) প্রাচীন মিশরে

গ) প্রাচীন গ্রিসে ঘ) প্রাচীন চীনে

উত্তর: গ) প্রাচীন গ্রিস।

৮। নাগরিকের মর্যাদাকে কী বলা হয়?

ক) সম্মান খ) মর্যাদা

গ) পরিচয় ঘ) নাগরিকতা

উত্তর: ঘ) নাগরিকতা।

৯। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কয়টি নীতি অনুসরণ করা হয়?

ক) পাঁচটি খ) চারটি

গ) তিনটি ঘ) দুটি

উত্তর: ঘ) দুটি।

১০। দ্বৈত নাগরিকতার ক্ষেত্রে একজন ব্যক্তি একসঙ্গে কয়টি দেশের নাগরিকতা অর্জন করতে পারে?

ক) ২টি খ) ৩টি

গ) ৪টি ঘ) ৫টি

উত্তর: ক) ২টি।

১১। বাংলাদেশ নাগরিকতা নির্ধারণে কোন নীতি অনুসরণ করে?

ক) জন্মস্থান নীতি খ) জন্মনীতি

গ) অনুমোদন নীতি ঘ) শর্ত সাপেক্ষ নীতি

উত্তর: খ) জন্মনীতি

১২। অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের শর্তগুলো হলো-

র. সরকারি চাকরি করা

রর. সে দেশের ভাষা জানা

ররর. সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ঘ) র, রর ও ররর.

১৩। জন্মস্থান নীতির মাধ্যমে নাগরিকতা নির্ধারণ করে যেসব দেশ-

র. কানাডা

রর. ভারত

ররর. আমেরিকা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: খ) র ও ররর.

১৪। নাগরিকতা অর্জনের পদ্ধতি কোনটি?

ক) সম্মানিত ব্যক্তি হওয়া খ) দেশ ভ্রমণ করা

গ) আশ্রয়গ্রহণ করে আবেদন করা ঘ) উচ্চ বংশীয় হওয়া

উত্তর: গ) আশ্রয়গ্রহণ করে আবেদন করা

১৫। এক ব্যক্তি একসঙ্গে দুটি দেশের নাগরিকতা অর্জন করলে তাকে কী বলে?

ক) সাধারণ নাগরিক খ) বিশেষ নাগরিক

গ) দ্বৈত নাগরিক ঘ) অতিথি নাগরিক

উত্তর: গ) দ্বৈত নাগরিক।

\হ

১৬। সুনাগরিকের প্রধানত কয়টি গুণ থাকে?

ক) দুটি খ) তিনটি

গ) চারটি ঘ) পাঁচটি

উত্তর: খ) তিনটি।

১৭। অধিকার প্রধানত কয় প্রকার?

ক) দুই খ) তিন

গ) চার ঘ) পাঁচ

উত্তর: ক) দুই।

১৮। জাতীয় সংসদ কর্তৃক গৃহীত তথ্য অধিকার আইনটি কত তারিখে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে?

ক) ৫ এপ্রিল, ২০০৯

খ) ৫ জুন, ২০০৭

গ) ২৫ অক্টোবর, ২০০৫

ঘ) ১২ ডিসেম্বর, ২০০১

উত্তর: ক) ৫ এপ্রিল, ২০০৯।

১৯। প্রাচীন গ্রিসে রাষ্ট্রগুলো কেমন ছিল?

ক) বড় বড় রাষ্ট্র খ) ছোট ছোট রাষ্ট্র

গ) ধর্মভিত্তিক রাষ্ট্র ঘ) পুঁজিবাদী রাষ্ট্র

উত্তর: খ) ছোট ছোট রাষ্ট্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে