শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
[ বাংলা ]

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি

ইঞ্জি. মো. মনির হোসেন, অধ্যক্ষ বরুড়া মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিলস্না
  ০৫ এপ্রিল ২০২১, ০০:০০
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি

৪৯. 'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?

ক. রত্না + আকর

1

খ. রত্ন + কর

গ. রত্ন + আকর

ঘ. রত্না + কর

সঠিক উত্তর : গ. রত্ন + আকর

৫০. নিচের কোন বানানটি সঠিক?

ক. ছন্দসীক খ. ছন্দসিক

গ. ছান্দসীক ঘ. ছান্দসিক

সঠিক উত্তর : ঘ. ছান্দসিক

৫১. মুনীর চৌধুরীর 'কবর' নাটকের মূল প্রতিপাদ্য বিষয় হলো

ক. ১৯৫৭ সালের পলাশীর যুদ্ধ

খ. ১৭৬১ সালের পানিপথের তৃতীয় যুদ্ধ

গ. ১৯৫২ সালের ভাষা আন্দোলন

ঘ. ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ

সঠিক উত্তর : গ. ১৯৫২ সালের ভাষা আন্দোলন

৫২. নিচের কোন বাক্যটি সঠিক?

ক. কুলাটা নারীকে বর্জন করো খ . কুলটা নারীকে বর্জন করো

গ. কুলোটা নারীকে বর্জন করো ঘ. কুল নারীকে বর্জন করো

সঠিক উত্তর : খ. কুলটা নারীকে বর্জন করো

৫৩. কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়?

ক. ১৯৭২ সালে

খ. ১৯৭৩ সালে

গ. ১৯৭৪ সালে

ঘ. ১৯৭৫ সালে

সঠিক উত্তর : ক. ১৯৭২ সালে

৫৪. শূন্যস্থানে কোন শব্দটি বসবে? যার --- সেই জানে।

ক. দুঃখ

খ. জ্বালা

গ. যন্ত্রণা

ঘ. ব্যথা

সঠিক উত্তর : খ. জ্বালা

৫৫. 'বিলাতে সাড়ে সাতশ দিন' গ্রন্থটির রচয়িতা কে?

ক. ড. মুহম্মদ শহীদুলস্নাহ

খ. ড. এনামুল হক

গ. ইব্রাহীম খাঁ

ঘ. মুহম্মদ আবদুল হাই

সঠিক উত্তর : ঘ. মুহম্মদ আবদুল হাই

৫৬. কবি কাজী নজরুল ইসলামের 'কবর' কোথায় অবস্থিত?

ক. বনানী গোরস্তানে

খ. চুরুলিয়ায় পারিবারিক গোরস্তানে

গ. সংসদ ভবন চত্বরে

ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়

সঠিক উত্তর : ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়

৫৭. 'একাত্তরের দিনগুলো' কে লিখেছেন?

ক. জাহানারা ইমাম

খ. হাসান ইমাম

গ. আলী ইমাম

ঘ. আখতার ইমাম

সঠিক উত্তর : ক. জাহানারা ইমাম

৫৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮১৮ সালে

খ. ১৮২০ সালে

গ. ১৮২১ সালে

ঘ. ১৮৩০ সালে

সঠিক উত্তর : খ. ১৮২০ সালে

৫৯. নিচের কোনটি 'সূর্য'-এর প্রতিশব্দ?

ক. সবিতা

খ. অবনী

গ. কলানিধি

ঘ. সুধাকর

সঠিক উত্তর : ক. সবিতা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে