রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
জীববিজ্ঞান নিয়ে পরামর্শ

এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু কথা

  ১৩ নভেম্বর ২০২১, ০০:০০
এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু কথা

প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। অনেক দিনের প্রতীক্ষার পর তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এটি খুবই ভালো উদ্যোগ। তোমরা হয়তো পরীক্ষা নিয়ে অনেক উদ্বিগ্ন হয়ে আছো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, এটাই কামনা করি। তোমাদের জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইল।

আজ আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ে কিছু পরার্মশ দেবো। এগুলো একটু খেয়াল রেখে প্রস্তুতি গ্রহণ করলে তোমরা উপকৃত হবে। অন্যসব বিষয়ের মতো জীববিজ্ঞান বিষয়েও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। অধ্যায়- ৪টি, যথা: ২, ৪, ১১ ও ১২। এই ৪টি অধ্যায় থেকে মোট ৮টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যে কোনো ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির মান ১০। এ ক্ষেত্রে কোনো বিভাগ থাকবে না। বহুনির্বাচনির ক্ষেত্রে ২৫টি প্রশ্ন থাকবে যেখান থেকে ১২টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির মান ১। মোট ৩২ নম্বরের পরীক্ষা হবে।

1

সৃজনশীল অংশে ভালো করার জন্য চারটা অধ্যায়ই খুব ভালো করে আয়ত্ত করতে হবে। এ ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, যেহেতু শর্ট সিলেবাস, তাই সবটুকুই আয়ত্ত করে নেওয়া উচিত। এ ছাড়া বহুনির্বাচনি অংশে প্রতি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। তাই পাঠ্যবইয়ের ২, ৪, ১১ ও ১২ অধ্যায়ের সংশ্লিষ্ট বিষয়বস্তুর সংজ্ঞা, বৈশিষ্ট্য, চিত্রের বিভিন্ন অংশ ও উদাহরণ ভালোভাবে আত্মস্থ করতে হবে।

জীববিজ্ঞান শুধু মুখস্থ করার বিষয় নয়। বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ও স্বচ্ছ ধারণা খুবই দরকার। ইন্টারনেটের এই যুগে বিষয়বস্তু সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে গুগল ও ইউটিউবের সাহায্য নিতে পারো। অ্যানিমেশন ভিডিও দেখতে পারো। তাহলে পুরো বিষয়টা কল্পনায় চলে আসবে, মুখস্থ করার দরকার হবে না।

পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে তাড়াহুড়ো করবে না। প্রয়োজনীয় সবকিছু আগের রাতেই গুছিয়ে রাখবে। জীববিজ্ঞান পরীক্ষার সময় বলপয়েন্টের পাশাপাশি পেন্সিল, রাবার, শার্পনার ও স্কেল নিতে যেন ভুল না হয়।

উত্তরপত্রে সৃজনশীল উত্তর লেখার সময় সবচেয়ে ভালোভাবে যে উত্তর আয়ত্তে আছে, তা দিয়ে শুরু করবে। এ ক্ষেত্রে অবশ্যই ক, খ, গ ও ঘ-এর অনুক্রম বজায় রেখে উত্তর দেবে। যে সব উত্তরে চিত্র দরকার, সেখানে চিত্র দেবে। চিত্র আঁকার সময় তা সুন্দর করাটা জরুরি নয় বরং সঠিক ও যথাযথ হওয়াটা জরুরি। তাই প্রয়োজনীয় চিত্রগুলো এখন থেকেই আঁকার চর্চা শুরু করে দাও যেন পরীক্ষার হলে অল্প সময়ে আঁকতে পারো।

মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। উত্তর প্রাসঙ্গিক রাখাটা জরুরি। অপ্রয়োজনীয় বাক্য দিয়ে উত্তর বড় করার চেষ্টা করবে না। লেখা শেষে উত্তরপত্র রিভিশন দেবে। আশা করি, সব পরীক্ষার্থী খুব ভালো করে পরীক্ষা দেবে। সবার জন্য শুভকামনা রইল।

লুলু আম্মানসূরা

প্রভাষক- জীববিজ্ঞান

জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে