রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজশাহীতে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ২ কিশোর নিহত

রাজশাহী অফিস
  ১৮ মে ২০২৫, ১০:১৩
রাজশাহীতে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ২ কিশোর নিহত
ছবি: যায়যায়দিন

রাজশাহীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে দুই কিশোর নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরের চকপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) ও মেহেরচণ্ডি উত্তরপাড়া মহল্লার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াসুর রহমান পিয়াস (১৭)। দুজনেই রাজশাহীর খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

1

নগরের মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, দ্রুতগতিতে ওভারব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তার উপর ছিটকে পড়ে। এতে দুই আরোহী নাহিয়ান ও পিয়াস গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে