গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রেসক্লাবে 'বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল' কর্তৃক আয়োজিত- "রাষ্ট্রকাঠামোর মেরামতের বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের ও দ্রুত নির্বাচনের দাবিতে আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল এর সভাপতি ডাঃ আবু বকর সিদ্দিক—এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চিফ-হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা,জনাব জয়নাল আবেদীন ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী তরুণ দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও গোবিন্দগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ শামীম কায়সার লিংকন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র ধর্ম-বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।