শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
  ২৪ নভেম্বর ২০২১, ০০:০০
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান

উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য

৩৫। ধান, ঘাস, বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূলে কোন ধরনের অস্থানিক মূল দেখা যায়?

1

উত্তর : গুচ্ছ মূল

৩৬। অগুচ্ছ মূল কাকে বলে?

উত্তর : যে সব মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না বরং পরস্পর থেকে আলাদা থাকে তাদের অগুচ্ছ মূল বলে।

৩৭। কেয়া গাছের ঠেশমূল, বটের ঝুরিমূলে কোন ধরনের অস্থানিক মূল দেখা যায়?

উত্তর : অগুচ্ছ মূল

৩৮। ধান, নারিকেল, সুপারি ইত্যাদি উদ্ভিদের ভ্রূণমূল নষ্ট হয়ে সে স্থান থেকে কোন ধরনের অস্থানিক মূল উৎপন্ন হতে পারে?

উত্তর : গুচ্ছ মূল

৩৯। মূল মাটি থেকে কী শোষণ করে?

উত্তর : পানি ও খনিজ পদার্থ

৪০। পর্বের আরেক নাম কী?

উত্তর : সন্ধি

৪১। পর্ব বা সন্ধি কাকে বলে?

উত্তর : কান্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলে।

৪২। পর্বমধ্য কাকে বলে?

উত্তর : পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশকে পর্বমধ্য বলে।

৪৩। কান্ডের কোন অংশ গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে?

উত্তর : পর্বমধ্য

৪৪। কান্ডের কোন অংশ থেকে কোনো ধরনের মূল, পাতা বা শাখা সৃষ্টি হয় না?

উত্তর : পর্বমধ্য

৪৫। পত্রকক্ষ কাকে বলে?

উত্তর : কান্ডের সঙ্গে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে পত্রকক্ষ বলে।

৪৬। সাধারণত কান্ডের কোন অংশে মুকুল জন্মে?

উত্তর : পত্রকক্ষে

৪৭। কান্ডের শাখার অগ্রভাগে কী সৃষ্টি হয়?

উত্তর : মুকুল

৪৮। কান্ডের কোথায় কাঙ্ক্ষিত মুকুল জন্মে?

উত্তর : পত্রকক্ষে

৪৯। শীর্ষ মুকুল কোথায় জন্মে?

উত্তর : কান্ড বা শাখার অগ্রভাগে

৫০। প্রাথমিকভাবে কান্ডকে কয় ভাগ করা যায়?

উত্তর : ২ ভাগে

৫১। সবল কান্ড কাকে বলে?

উত্তর : যে সব গাছের কান্ড শক্ত ও খাড়াভাবে গাছকে দাঁড়াতে সাহায্য করে তাদের সবল কান্ড বলে।

৫২। দুর্বল কান্ড কাকে বলে?

উত্তর : যে সব উদ্ভিদের কান্ড খাড়াভাবে দাঁড়াতে পারে না, তাই মাটিতে বা মাচার উপরে বৃদ্ধি পায় তাদের দুর্বল কান্ড বলে।

৫৩। দেবদারু, বিলেতি, ঝাউ ইত্যাদি গাছের কান্ড কোন আকৃতির?

উত্তর : মঠ আকৃতির

৫৪। আম, কাঁঠাল, জাম ইত্যাদি গাছের কান্ড কোন আকৃতির?

উত্তর : গম্বুজ আকৃতির

৫৫। ক্রিপার বা লতানো কাকে বলে?

উত্তর : যে সব কান্ড মাটির ওপর দিয়ে সমান্তরালভাবে বৃদ্ধি পায় তাদের ক্রিপার বা লতানো বলে।

৫৬। ট্রেইলার বা শয়ান কাকে বলে?

উত্তর : যে সব কান্ড মাটির ওপর ছড়িয়ে পড়ে কিন্তু পর্ব থেকে মুকুল বের হয় না তাদের ট্রেইলার বা শয়ান বলে।

৫৭। ক্লাইম্বার বা আরোহিণী কাকে বলে?

উত্তর : যে সব কান্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে বেড়ে ওঠে তাদের ক্লাইম্বার বা আরোহিণী বলে।

৫৮। ঘাস, আমরুলী ইত্যাদি উদ্ভিদের কান্ড কোন ধরনের?

উত্তর : ক্রিপার বা লতানো

৫৯। বাঁশ, আখ ইত্যাদি উদ্ভিদের কান্ড কোন ধরনের শাখান্বিত কান্ড?

উত্তর : তৃণ কান্ড

৬০। কোন ধরনের কান্ডে সাধারণত কাষ্ঠ থাকে না?

উত্তর : দুর্বল কান্ডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে