'আমি কোনো আগন্তুক নই'
৩. এ গাঁয়ে কে আগন্তুক নন?
\হক) বৃদ্ধ লোকটি
\হখ) অচেনা লোকটি
\হগ) বৃদ্ধা মহিলা
\হঘ) কবি আহসান হাবীব
\হসঠিক উত্তর : ঘ) কবি আহসান হাবীব
৪. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবির কোন দিকটি ফুটে উঠেছে?
\হক) দায়িত্ববোধ
\হখ) কর্তব্যবোধ
\হগ) দেশের প্রতি ভালোবাসা
\হঘ) বিদেশের প্রতি টান
\হসঠিক উত্তর : গ) দেশের প্রতি ভালোবাসা
৫. নিশিরাইত বাঁশবাগানসহ জোনাকি সাক্ষী কতগুলো?
\হক) বিস্তর
\হখ) শতাধিক
\হগ) গুটিকয়েক
\হঘ) একটি
\হসঠিক উত্তর : ক) বিস্তর
৬. পুবের পুকুর পাড়ে কী গাছ অবস্থিত?
\হক) জারুল
\হখ) জামরুল
\হগ) ডুমুর
\হঘ) নিশিন্দা
\হসঠিক উত্তর : গ) ডুমুর
৭. কবি আহসান হাবীব কোন কলেজে পড়াশোনা করেন?
\হক) বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ
\হখ) কারমাইকেল কলেজ, রংপুর
\হগ) ব্রজমোহন কলেজ, বরিশাল
\হঘ) ব্রজলাল কলেজ, খুলনা
\হসঠিক উত্তর : গ) ব্রজমোহন কলেজ, বরিশাল
৮. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কিসের ছায়ার কথা বলা হয়েছে?
\হক) জ্যোৎস্নার
\হখ) আসমানের
\হগ) জামরুলের
\হঘ) নিশিন্দার
\হসঠিক উত্তর : ঘ) নিশিন্দার
১০. বৈঠায় হাত রাখলে কার পরশ বোঝা যায়?
\হক) কবির
\হখ) বৃদ্ধার
\হগ) বৃদ্ধের
\হঘ) জমিলার মা'র
\হসঠিক উত্তর : ক) কবির
১২. কবি এ গাঁয়ে কী নন?
ক) একা
খ) উদ্বাস্তু
\হগ) নবাগত
\হঘ) অভ্যাগত
\হসঠিক উত্তর : ঘ) অভ্যাগত
১৩. 'আমি কোনো আগন্তুক নই' কবিতাটির রচয়িতা কে?
\হক) আহসান হাবীব
\হখ) আল মাহমুদ
\হগ) শামসুর রাহমান
\হঘ) হুমায়ুন আজাদ
\হসঠিক উত্তর : ক) আহসান হাবীব
১৪. 'আমি কোনো আগন্তুক নই' কবিতার প্রথম পঙ্ক্তি কোনটি?
\হক) আমি কোনো অভ্যাগত নই
\হখ) আমি কোনো আগন্তুক নই
\হগ) আসমানের তারা সাক্ষী
\হঘ) খোদার কসম আমি কোনো ভিনদেশি পথিক নই
\হসঠিক উত্তর : গ) আসমানের তারা সাক্ষী
১৬. 'আগন্তুক' শব্দটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
\হক) অতিথি
\হখ) অপরিচিত
\হগ) নিমন্ত্রিত অতিথি
\হঘ) বহিরাগত
\হসঠিক উত্তর : ঘ) বহিরাগত
১৭. 'লাঙল' শব্দটির পরিচয় হিসেবে কোনটির গ্রহণযোগ্যতা আছে?
ক) শুদ্ধ রীতি
খ) অশুদ্ধ রীতি
গ) সাধু রীতি
ঘ) চলিত রীতি
সঠিক উত্তর : ঘ) চলিত রীতি
২১. মাটিতে কার গন্ধ রয়েছে?
\হক) কবির
\হখ) কদম আলীর
\হগ) জমিলার মা'র
\হঘ) আগন্তুকের
\হসঠিক উত্তর : ক) কবির
২২. কদম আলীর চোখে কী ফুটে উঠেছে?
\হক) ভয়
\হখ) ক্লান্তি
\হগ) সাহস
\হঘ) আশা
\হসঠিক উত্তর : খ) ক্লান্তি
২৩. 'আসমান' শব্দের অর্থ কী?
\হক) আকাশ
\হখ) বাতাস
\হগ) সমান
\হঘ) বারি
সঠিক উত্তর : ক) আকাশ
২৪. চিরল পাতায় কী দেখা যায়?
\হক) ফড়িং
\হখ) কুয়াশা
\হগ) টলমল শিশির
\হঘ) কৃষকের স্বপ্ন
সঠিক উত্তর : গ) টলমল শিশির
২৫. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় জমিলার মাকে কোন শ্রেণির প্রতিনিধি হিসেবে তুলে ধরা হয়েছে?
\হক) ধনী
\হখ) সন্তানহীনা
\হগ) অভাবী
\হঘ) দেশপ্রেমিক
সঠিক উত্তর : গ) অভাবী