শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

৭ম শ্রেণির পড়াশোনা

বিজ্ঞান
মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
  ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
৭ম শ্রেণির পড়াশোনা
৭ম শ্রেণির পড়াশোনা

শক্তির ব্যবহার

২৯. আলোকশক্তি কী?

উত্তর : কোনো আলোক উৎসের বিকীর্ণ আলো থেকে যে শক্তি পাওয়া যায় তাকে আলোকশক্তি বলে।

৩০. কী থেকে শব্দের উৎপত্তি হয়?

উত্তর : পদার্থের কম্পন থেকে শব্দের উৎপত্তি হয়।

৩১. নবায়নযোগ্য শক্তি কী?

উত্তর : যে শক্তির উৎস অফুরন্ত অর্থাৎ বারবার ব্যবহার করা যায় তাই নবায়নযোগ্য শক্তি।

৩২. অনবায়নযোগ্য শক্তি কাকে বলে?

উত্তর : যে শক্তি একবার ব্যবহার করা হলে তা থেকে পুনরায় শক্তি উৎপন্ন করা যায় না তাকে অনবায়নযোগ্য শক্তি বলে।

৩৩. অনবায়নযোগ্য শক্তির উদাহরণ দাও।

উত্তর : অনবায়নযোগ্য শক্তির মধ্যে অন্যতম হলো কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, নিউক্লীয় শক্তি, যেমন ইউরেনিয়াম ইত্যাদি।

৩৪. ফটোগ্রাফিক পেস্নটের ওপর আলোর ক্রিয়ার ফলে শক্তির রূপান্তর কীরূপ হয়?

উত্তর : ফটোগ্রাফিক পেস্নটের ওপর আলোর ক্রিয়ার ফলে আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।

৩৫. প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তি কেন? ব্যাখ্যা করো।

উত্তর : প্রাকৃতিক গ্যাস একটি অনবায়নযোগ্য শক্তি। কারণ প্রকৃতিতে এদের তৈরি করতে যে সময় লাগে তার চেয়ে কম সময়ে ব্যয়িত হয়। প্রাকৃতিক গ্যাস মূলত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যবহারের পর তা আর উৎপাদন করা যায় না। তাই প্রাকৃতিক গ্যাস একটি অনবায়নযোগ্য শক্তি।

৩৬. তাপ এক প্রকার শক্তি- ব্যাখ্যা করো।

উত্তর : শক্তি হচ্ছে এমন কিছু যা দিয়ে কাজ করা যায়। রান্না করতে, মোটর গাড়ি বা রেলগাড়ির ইঞ্জিন চালাতে তাপ প্রয়োজন হয়। কয়লা, গ্যাস, কাঠ, পেট্রোল বা ডিজেল পুড়িয়ে এই তাপ পাওয়া যায়। এই তাপ পৃথিবীকে উষ্ণ রাখে। এ কারণে তাপ এক প্রকার শক্তি।

৩৭. শব্দশক্তির রূপান্তর ব্যাখ্যা করো।

উত্তর : ওষুধের কারখানায় শব্দ-উত্তর তরঙ্গের সাহায্য জীবাণু ধ্বংস করা হয়। এ ছাড়া শব্দ-উত্তর তরঙ্গ দ্বারা জামা-কাপড়ের ময়লাও পরিষ্কার করা হয়। এ সব ক্ষেত্রে শব্দশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। অনুনাদের সময়ও শব্দশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আবার টেলিফোন বা রেডিওর প্রেরক যন্ত্রে শব্দশক্তিকে বিদু্যৎ শক্তিতে পরিণত করে।

৩৮. সৌরশক্তির রূপান্তর ব্যাখ্যা করো।

উত্তর : সৌরচুলিস্নর মাধ্যমে রান্না করা হয়, এ ক্ষেত্রে সৌরশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন পকেট ক্যালকুলেট, রেডিও, ইলেকট্রনিক ঘড়িতে সৌরশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তর করা হয়।

৩৯. সৌরশক্তির ব্যবহার উলেস্নখ করো।

উত্তর : নিচে সৌরশক্তির ব্যবহার উলেস্নখ করা হলো-

\হক. শীতপ্রধান দেশে ঘরবাড়ি গরম রাখার কাজে সৌরশক্তি ব্যবহৃত হয়।

\হখ. শস্য, সবজি শুকানোর কাজে সৌরশক্তি ব্যবহৃত হয়।

\হগ. সৌর কোষে সৌরশক্তি ব্যবহার করে সরাসরি বিদু্যৎ উৎপাদন করা যায়।

৪০. শক্তি সংকট সৃষ্টি হওয়ায় ২টি কারণ লেখো।

উত্তর : শক্তি সংকট সৃষ্টি হওয়ায় ২টি কারণ নিচে লেখা হলো-

(র) উন্নয়নকামী দেশসমূহ ব্যাপক হারে দালানকোঠা, রাস্তাঘাট নির্মাণ করছে এবং যানবাহন ব্যবহার করে। এ সব নির্মাণকাজে ও যানবাহন রক্ষণাবেক্ষণে অধিক শক্তি ব্যয় করছে।

(রর) মানুষ উন্নত জীবনযাপনের জন্য বিলাসবহুল বাড়িঘর নির্মাণ করে। রেডিও, টিভি, কম্পিউটার, শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্রপাতি অধিকহারে ব্যবহার করার ফলে শক্তির সংকট বাড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে