মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
বিজ্ঞান

৭ম শ্রেণির পড়াশোনা

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
  ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
৭ম শ্রেণির পড়াশোনা
৭ম শ্রেণির পড়াশোনা

তাপ ও তাপমাত্রা

১১. তাপমাত্রা কী?

1

উত্তর : তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটিকে অন্য বস্তুর সংস্পর্শে আনলে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে।

১২। থার্মোমিটারে কী ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয়?

উত্তর : থার্মোমিটারে পারদ ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয়।

১৩। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?

উত্তর : মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট।

১৪। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে কী বলে?

উত্তর : বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে।

১৫। উত্তপ্ত বস্তু থেকে কোন পদ্ধতিতে তাপ নির্গত হয়?

উত্তর : উত্তপ্ত বস্তু থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ নির্গত হয়।

১৬। কঠিন পদার্থের প্রসারণের একটি উদাহরণ লিখ।

উত্তর : রেললাইনের মাঝের ফাঁক।

১৭। চাকায় বেড় পরানোর জন্য কোন প্রসারণকে কাজে লাগানো হয়?

উত্তর : চাকায় বেড় পরানো জন্য কঠিন প্রসারণকে কাজে লাগানো হয়।

১৮। কোনো কিছু ঠান্ডা বা গরম লাগার মূল কারণ কী?

উত্তর : তাপের ফলে কোনো কিছু ঠান্ডা বা গরম লেগে থাকে।

১৯। পদার্থের দুটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর : পদার্থের দুটি বৈশিষ্ট্য হলো-

ক. বল প্রয়োগে বাধা প্রদান করে।

খ. নির্দিষ্ট ওজন রয়েছে।

২০। ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?

উত্তর : ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ২১২ঋ।

২১। তাপ সঞ্চালন কয় প্রকার?

উত্তর : তাপ সঞ্চালন তিন প্রকার।

২২। তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতির নাম কী?

উত্তর : তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি হলো-

ক) পরিবহণ খ) পরিচলন এবং গ) বিকিরণ।

২৩। তাপ সঞ্চালনের দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে কোন প্রকার পদার্থের তাপ সঞ্চালিত হয়?

উত্তর : তাপ সঞ্চালনের দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে পানিতে তাপ সঞ্চালিত হয়।

২৪। কোনটি মাধ্যমবিহীন তাপ সঞ্চালন প্রক্রিয়া?

উত্তর : বিকিরণ প্রক্রিয়ায় মাধ্যমবিহীন তাপ সঞ্চালিত হয়।

বিদু্যৎ ও চুম্বকের ঘটনা

১. চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থ কী? উদাহরণ দাও।

উত্তর : যে সব পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয়, তাকে চৌম্বক পদার্থ বলে। যেমন: লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। আর যে সব পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় না, তাকে অচৌম্বক পদার্থ বলে। যেমন- তামা, কাগজ ইত্যাদি।

২. চুম্বকের বিশেষ ধর্ম দুটি কী কী?

উত্তর : চুম্বকের বিশেষ ধর্ম দুটি হচ্ছে-

ক. আকর্ষণী ধর্ম : চুম্বক লোহা এবং অন্যান্য চৌম্বক পদার্থকে আকর্ষণ করে।

খ. দিকনির্দেশক ধর্ম : মুক্তভাবে ঝুলন্ত দন্ড পৃথিবীর উত্তর ও দক্ষিণ দিক নির্দেশ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে