গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে লিমন মিয়া (২৫) নামের সদ্য বিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছেন।
মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর (দক্ষিণ তাজনগর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছেলে ও আহত বাবা ওই গ্রামের বাসিন্দা। লিমন মিয়া কয়েকদিন আগে বিয়ে করেছেন।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে বাবা হবি মিয়া ও ছেলে লিমন মিয়া নিজেদের জমিতে বরবটি তুলতে যান।
এ সময় হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে বাবা ছেলে পাশে একটি বিদ্যুৎচালিত সেচ মটর ঘরে আশ্রয় নেন।
এরইমধ্যে আকস্মিকভাবে বিকট শব্দে বজ্রপাত হলে লিমন মিয়া ঘটনাস্থলেই মারা যান।
এ দিকে মর্মস্পর্শী ঘটনাটি জানাজানি হলে মুহুর্তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইদিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ঘটনার সত্যত্য নিশ্চিত করেছেন।
জানতে চাইলে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন,বজ্রপাতে মৃত্যুর বিষয়টি জানার পর তাৎক্ষনিক জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।