শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
  ১৮ মার্চ ২০২২, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

৬২. মানুষের তৈরি পানির দুটি উৎসের নাম লেখ।

1

উত্তর : মানুষের তৈরি পানির দুটি উৎস হলো পুকুর ও নলকূপ।

৬৩. নিরাপদ পানি কী?

উত্তর : মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানিই নিরাপদ পানি।

৬৪. অধরা সকালে উঠানে নেমে দেখল ফুলগাছের পাতায় বিন্দু বিন্দু পানি। এ পানিকে কী বলে?

উত্তর : শিশির

৬৫. পানিচক্রের প্রবাহ চিত্রটি লেখো।

উত্তর : পানি প বাষ্প প মেঘ প বৃষ্টি

৬৬. পানি ভূপৃষ্ঠে কীভাবে ফিরে আসে?

উত্তর : বৃষ্টি হিসেবে

৬৭. পানিকে তাপ দিলে প্রথমে তা গরম হয় এবং ফুটতে থাকে। এরপরও তাপ দিলে তা কিসে পরিণত হয়?

উত্তর : জলীয় বাষ্পে

৬৮. বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে কিসে পরিণত হয়?

উত্তর : স্বচ্ছ পানিতে

৬৯. তুমি ফ্রিজ থেকে কোল্ড ড্রিংকস বের করে একটি গস্নাসে ঢেলে কিছুক্ষণ রেখে দিলে। এতে গস্নাসের বাইরের গায়ে পানির কণা গস্নাসটিকে আবছা করে দিল। এর জন্য দায়ী কোনটি?

উত্তর : জলীয় বাষ্প

৭০. তুষা একটি কাচের গস্নাসে কয়েক টুকরা বরফ রেখে দিল। কিছুক্ষণ পর কী ঘটবে?

উত্তর : গস্নাসটি ঠান্ডা হয়ে যাবে

৭১. শীলাবৃষ্টির কারণ কী?

উত্তর : মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়া

৭২. আমরা আকাশে মেঘ দেখি। এগুলো আসলে কী?

উত্তর : ক্ষুদ্র পানিকণা

৭৩. জলীয় বাষ্প বায়ুমন্ডলের উপরের দিকে উঠে ঠান্ডা হয়ে যায়। তারপরে এটি কিসে পরিণত হয়?

উত্তর : ক্ষুদ্র পানিকণা

৭৪. নদ-নদী, খাল-বিল, পুকুর ও সমুদ্রে পানি থাকে। এ পানিকে জলীয় বাষ্পে পরিণত করে কে?

উত্তর : সূর্যতাপ

৭৫. জলীয় বাষ্প ঠান্ডা হয়ে কিসে পরিণত হয়?

উত্তর : পানি

৭৬. কোনটি দ্বারা পানি বিশুদ্ধ করা যায়?

উত্তর : বিস্নচিং পাউডার

৭৭. পানিদূষণের জন্য দায়ী?

উত্তর : সার, কীটনাশক ও রাসায়নিক পদার্থ

৭৮. পানিদূষণ প্রতিরোধের উপায় কী?

উত্তর : জমিতে সার বা কীটনাশক কম ব্যবহার

৭৯. পানিদূষণের প্রাকৃতিক কারণ কী?

উত্তর : ভূগর্ভস্থ আর্সেনিক

৮০. গ্রামের অনেক মানুষ পুকুরে গোসল করে। পুকুরের এ পানি পান করলে কোন রোগটি হতে পারে?

উত্তর : পেটের পীড়া

৮১. পুকুর বা নদীর পানি পুরোপুরি নিরাপদ হয় কীভাবে?

উত্তর : ফোটানোর পর ছেঁকে নিলে

৮২. গনি মিয়া তার গবাদিপশুগুলোকে নিয়মিত পুকুরে গোসল করান। এতে কী ঘটবে?

উত্তর : খাদ্যশৃঙ্খলে ব্যাঘাত ঘটবে

৮৩. কোনো এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিলে এর প্রধান কারণ কী?

উত্তর : দূষিত পানি

৮৪. তোমার এলাকায় প্রায়ই ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এমন পরিস্থিতিতে তুমি এলাকাবাসীকে নিয়ে কী করবে?

উত্তর : পানিদূষণের কারণ ও ফলাফল জানাব

৮৫. প্রতিকূল পরিবেশে তুমি তোমার পরিবারের জন্য নিরাপদ পানি না-ও পেতে পার। এ পরিস্থিতি মোকাবিলায় তুমি কী ধরনের প্রস্তুতি নেবে?

উত্তর : পানি শোধনের প্রক্রিয়া রপ্ত করব

৮৬. বালু ও কাদাযুক্ত পানিকে কোন প্রক্রিয়ায় সম্পূর্ণ নিরাপদ করা যায়?

উত্তর : থিতানো-ফোটানো

৮৭. ঘূর্ণিঝড়ের সময় পানি শোধন করার সর্বোত্তম উপায় কী?

উত্তর : রাসায়নিক পদার্থ মিশিয়ে

৮৮. বন্যার সময় যখন নিরাপদ পানি পাওয়া যায় না, তখন কী মিশিয়ে পানি নিরাপদ করা যায়?

উত্তর :ফিটকিরি

৮৯. তোমার গ্রামে খাওয়ার পানির জন্য যদি শুধু নদী ও পুকুরের ওপর নির্ভর করতে হয়, এ অবস্থায় তুমি কীভাবে পানি পান করবে?

উত্তর : ১৫ মিনিট ফিল্টার করে পান করবে

৯০. তোমার এলাকায় প্রবল বন্যা হচ্ছে। তুমি কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করবে?

উত্তর : বোরিক পাউডার

৯১. মাইশা কলসিতে পানি রেখে তাতে থাকা বালু, কাদা ইত্যাদি সরিয়ে ফেলে। মাইশার এ প্রক্রিয়াটির নাম কী?

উত্তর : থিতানো

৯২. আলফিদার মা ধরে রাখা বৃষ্টির পানি একটি পাতলা কাপড়ে ছেঁকে নেন। এ পদ্ধতির নাম কী?

উত্তর : ছাঁকন

৯৩. ইম্মি বেড়াতে গিয়ে নদীর পানি পান করলে তার মা তাকে নিরাপদ পানি পান করতে বললেন। ইম্মির মায়ের মতে নিরাপদ পানি কী?

উত্তর : নলকূপের পানি

৯৪. তোমার এলাকায় গ্রীষ্মকালে নলকূপের পানি পাওয়া যায় না। এ ক্ষেত্রে পুকুরের পানি নিরাপদ করতে তুমি কী করবে?

উত্তর : ২০ মিনিট ফোটাবে

৯৫. কখন তুমি ফিটকিরি ও হ্যালোজেন ট্যাবলেট দিয়ে পানিকে জীবাণুমুক্ত করার পরামর্শ দেবে?

উত্তর : বন্যার সময়

৯৬. মানবদেহের শতকরা কত ভাগ পানি?

উত্তর : ৬০-৭০

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে