বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ষষ্ঠ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

আজ তোমাদের জন্য ধ্বনি, বর্ণ ও সন্ধি নিয়ে আলোচনা করা হলো
মোচ্ছা. রুবিনা খাতুন, সহকারী শিক্ষক দখিনা রূপকারী উচ্চ বিদ্যালয় বাগাইছড়ি, রাঙামাটি
  ১৩ জুন ২০২২, ০০:০০
ষষ্ঠ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র
ষষ্ঠ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

৪৮। একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কী বলে?

ক. দ্বিত্ব ব্যঞ্জন

1

খ. যুক্তব্যঞ্জন

গ. সাধারণ যুক্তব্যঞ্জন

ঘ. স্বচ্ছ যুক্তব্যঞ্জন

উত্তর : ক. দ্বিত্ব ব্যঞ্জন।

৪৯। ব্যঞ্জনদ্বিত্ব ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে কী বলে?

ক. দ্বিত্ব ব্যঞ্জন

খ. যুক্তব্যঞ্জন

গ. সাধারণ যুক্তব্যঞ্জন

ঘ. স্বচ্ছ যুক্তব্যঞ্জন

উত্তর : খ. যুক্তব্যঞ্জন।

৫০। যুক্তব্যঞ্জন কত প্রকারের?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

উত্তর : ক. ২।

৫১। পূর্বের ও পরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন তাকে কী বলে?

ক. ধ্বনি পরিবর্তন খ. প্রতিবেশ

গ. ধ্বনি রূপান্তর ঘ. ধ্বনিলোপ

উত্তর : ক. ধ্বনি পরিবর্তন।

৫২। অ-ধ্বনির পর আ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?

ক. ই খ. উ

গ. আ ঘ. ঈ

উত্তর : গ. আ।

৫৩। 'পরীক্ষা' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. পরি+ইক্ষা খ. পরী+ইক্ষা

গ. পরি+ঈক্ষা ঘ. পরী+ঈক্ষা

উত্তর : ক. পরি+ইক্ষা।

৫৪। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?

ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি

গ. বিসর্গ সন্ধি ঘ. বাংলা সন্ধি

উত্তর : গ. বিসর্গ সন্ধি।

৫৫। 'নাবিক'-এর সন্ধি বিচ্ছেদ-

ক. না+ইক খ. নো+ইক

গ. নৈ+ইক ঘ. নৌ-ইক

উত্তর : গ. নৈ+ইক।

৫৬। 'দুর্যোগ'-এর সন্ধি বিচ্ছেদ কী?

ক. দুহঃ+যোগ খ. দুঃ+যোগ

গ. দূর+যোগ ঘ. দুহ+যোগ

উত্তর : খ. দুঃ+যোগ।

৫৭। 'দিগন্ত'-শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. দিগ+অন্ত খ. দিক্‌+অন্ত

গ. দিক+অন্ত ঘ. দিগ্‌+অন্ত

উত্তর : খ. দিক্‌+অন্ত।

৫৮। ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?

ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি

গ. বিসর্গ সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি

উত্তর : খ. ব্যঞ্জনসন্ধি।

৫৯। 'গায়ক'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. গা+অক খ. গৈ+অক

গ. গায়+ক ঘ. গা+য়ক

উত্তর : খ. গৈ+অক

৬০. কোনটি নিষ্ক্রিয় উচ্চারক?

ক. জিবের ডগা খ. কোমল তালু

গ. কুঞ্চিত জিবের ডগা ঘ. স্বরতন্ত্র

উত্তর : খ. কোমল তালু

রূপতত্ত্ব

১. শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়?

ক. ধ্বনিতত্ত্বে খ. রূপতত্ত্বে

গ. বাক্যতত্ত্বে ঘ. বাগর্থতত্ত্বে

উত্তর : খ. রূপতত্ত্বে

২. শব্দ কত প্রকার?

ক. ৩ খ. ৪

গ. ৫ ঘ. ৬

উত্তর : গ. ৫

৩. বিভক্তির নেই-

ক. অর্থ কারক খ. স্বাধীন ব্যবহার

গ. শব্দ গঠনের ক্ষমতা ঘ. কারক

উত্তর : খ. স্বাধীন ব্যবহার

৪. শব্দ গঠনের জন্য যে ভাষিক উপাদান রয়েছে-

র. প্রত্যয়

রর. বিভক্তি

ররর. উপসর্গ ও সমাস

নিচের কোনটি ঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

৫. প্রত্যয় শব্দের কোথায় বসে?

ক. পরে খ. পূর্বে

গ. মাঝে ঘ. সঙ্গে

উত্তর : ক. পরে

৬. স্বাধীন ব্যবহার নেই-

র. প্রত্যয়

রর. বিভক্তি

ররর. উপসর্গ

নিচের কোনটি ঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

৭. বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কী বলে?

ক. বিশেষণ খ. সর্বনাম

গ. ক্রিয়া ঘ. অব্যয়

উত্তর : খ. সর্বনাম

৮. শব্দের পরে যে বিভক্তি বসে, তাকে কী বলে?

ক. নাম বিভক্তি খ. পদ বিভক্তি

গ. শব্দ বিভক্তি ঘ. ক্রিয়া বিভক্তি

উত্তর : গ. শব্দ বিভক্তি

৯. দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কী বলে? ক. বিভক্তি খ. উপসর্গ

গ. সন্ধি ঘ. সমাস

উত্তর : ঘ. সমাস

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে