সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
০৭ ডিসেম্বর ২০২২, ০০:০০
দ্বিতীয় অধ্যায়
২৪. অধিকার ভোগের মাধ্যমে নাগরিকের কোনটি বিকাশ ঘটে?
(ক) শিক্ষার (খ) মূল্যবোধের
(গ) ব্যক্তিত্বের (ঘ) আচরণের
সঠিক উত্তর : (গ) ব্যক্তিত্বের।
২৫. অধিকার ভোগ করলে কোনটি পালন করতে হয়?
(ক) কর্তব্য (খ) স্বাধীনতা
(গ) নির্দেশ (ঘ) আইন
সঠিক উত্তর : (ক) কর্তব্য।
২৬. 'সরকারি চাকরি লাভের অধিকার' কোন ধরনের অধিকার?
(ক) আইনগত (খ) নৈতিক
(গ) অর্থনৈতিক (ঘ) সাংস্কৃতিক
সঠিক উত্তর : (গ) অর্থনৈতিক।
২৭. বাংলাদেশে কখন তথ্য অধিকার আইন গৃহীত হয়?
(ক) ২০১১ সালে (খ) ২০১০ সালে
(গ) ২০০৯ সালে (ঘ) ২০০৮ সালে
সঠিক উত্তর : (ঘ) ২০০৮ সালে।
২৮. রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকের কোন ধরনের শিক্ষা বেশি প্রয়োজন?
(ক) সুনাগরিকতার শিক্ষা (খ) রাজনৈতিক শিক্ষা
(গ) ধর্মীয় শিক্ষা (ঘ) সাংস্কৃতিক শিক্ষা
সঠিক উত্তর : (ক) সুনাগরিকতার শিক্ষা।
২৯. প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে কারা নাগরিক হিসেবে পরিচিত ছিল?
(ক) যারা কৃষিকাজ করত
(খ) যারা ব্যবসা করত
(গ) যারা ধর্মীয় কাজ করত
(ঘ) যারা প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত
সঠিক উত্তর :(ঘ) যারা প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত।
৩০. রাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের কী বলা হয়?
(ক) নাগরিক (খ) নাগরিকতা
(গ) নেতা (ঘ) প্রবাসী
সঠিক উত্তর : (ক) নাগরিক।
৩১. পলস্নবী বাংলাদেশের নাগরিক। এটি তার-
(ক) পরিচয় (খ) অর্জন
(গ) সম্মান (ঘ) মর্যাদা
সঠিক উত্তর : (ক) পরিচয়।
৩২. বাংলাদেশে বসবাসকারী হিসেবে আমাদের পরিচয় কোনটি?
(ক) বাঙালি
(খ) বাংলাদেশের নাগরিক
(গ) বাংলার সৈনিক
(ঘ) বাংলাদেশের নাগরিকতা
সঠিক উত্তর :(খ) বাংলাদেশের নাগরিক।
৩৩. জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কয়টি নীতি অনুসরণ করা হয়?
(ক) ৫টি (খ) ৪টি
(গ) ৩টি (ঘ) ২টি
সঠিক উত্তর : (ঘ) ২টি।
৩৪. সুদীপ্ত একটি দেশে বৃত্তি নিয়ে পড়তে গিয়ে জানতে পারে ওই দেশে প্রায় ২৫০০ বছর পূর্বে নাগরিক এবং নাগরিকতার ধারণার উদ্ভব হয়? সুদীপ্ত কোন দেশে লেখাপড়া করতে গেছে?
(ক) লন্ডনে (খ) গ্রিসে
(গ) জার্মানিতে (ঘ) জাপানে
সঠিক উত্তর : (খ) গ্রিসে।
৩৫. কোন নীতি অনুযায়ী পিতা-মাতার নাগরিকতার দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়?
(ক) অনুমোদননীতি (খ) জন্মস্থাননীতি
(গ) জন্মনীতি (ঘ) শিক্ষানীতি
সঠিক উত্তর : (গ) জন্মনীতি।
৩৬. অনুমোদন সূত্রে নাগরিকতার শর্ত নয় কোনটি?
(ক) আনুগত্য প্রদর্শন (খ) ভাষা জানা
(গ) সম্পত্তি ক্রয় (ঘ) সরকারি চাকরি গ্রহণ
সঠিক উত্তর : (ক) আনুগত্য প্রদর্শন।
৩৭. অনুমোদন সূত্রে নাগরিকতার শর্ত কোনটি?
(ক) সে দেশের ভাষা জানা (খ) আনুগত্য
(গ) ভোটদান (ঘ) নির্বাচনে অংশগ্রহণ
সঠিক উত্তর : (ক) সে দেশের ভাষা জানা।
৩৮. একজন নেপালি বাংলাদেশে বসবাসরত অবস্থায় জাপানে গিয়ে বিপদে পড়লে সে কোন রাষ্ট্রের সাহায্য পাওয়ার অধিকারী?
(ক) বাংলাদেশ ও নেপাল
(খ) জাপান ও নেপাল
(গ) বাংলাদেশ ও জাপান
(ঘ) বাংলাদেশ, জাপান ও নেপাল
সঠিক উত্তর :(ঘ) বাংলাদেশ, জাপান ও নেপাল।
৩৯. রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে কী বলা হয়?
(ক) নাগরিক (খ) নাগরিকতা
(গ) সুনাগরিক (ঘ) অধিকার
সঠিক উত্তর : (খ) নাগরিকতা।
৪০. কোন নীতি বা পদ্ধতির কারণে দ্বৈত নাগরিকতার সৃষ্টি হয়?
(ক) আবেদন সূত্রনীতি (খ) গণতান্ত্রিক নীতি
(গ) সমাজতান্ত্রিক নীতি (ঘ) জন্মসূত্র নীতি
সঠিক উত্তর : (ঘ) জন্মসূত্র নীতি।
৪১. মি. পল একজন আমেরিকান। তিনি দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করছেন এবং তিনি কতগুলো শর্ত পালনের মাধ্যমে বাংলাদেশের নাগরিকতা অর্জন করেন। এখানে কোন নীতি অনুসরণ করা হয়েছে?
(ক) অনুমোদনসূত্র (খ) জন্মস্থানসূত্র
(গ) জন্মসূত্র (ঘ) বৈবাহিকসূত্র
সঠিক উত্তর : (ক) অনুমোদনসূত্র
৪২. নাগরিকের বন্ধু ও পথপ্রদর্শক কে?
(ক) রাষ্ট্র (খ) সরকার
(গ) সিটি করপোরেশন (ঘ) পৌরসভা
সঠিক উত্তর : (ক) রাষ্ট্র
৪৩. আহসান হাবিব বুলবুল সব ধরনের লোভ-লালসার ঊর্ধ্বে থেকে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। আহসান হাবিব বুলবুলের মধ্যে সুনাগরিকের কোন গুণটি লক্ষ্য করা যায়?
(ক) বিবেক (খ) বুদ্ধি
(গ) আত্মসংযম (ঘ) মূল্যবোধ
সঠিক উত্তর : (গ) আত্মসংযম
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়