প্রথম অধ্যায়
প্রশ্ন : ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কীভাবে?
উত্তর : ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে গেলে ভারত ও পাকিস্তান নামের দু'টি আলাদা রাষ্ট্রের জন্ম হয়।
প্রশ্ন : ১৯৭১ সালের পূর্বে পাকিস্তান রাষ্ট্রের কয়টি অংশ ছিল, কী কী?
উত্তর : ১৯৭১ সালের পূর্বে পাকিস্তান রাষ্ট্রের দু'টি অংশ ছিল। পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান।
প্রশ্ন : ভাষা আন্দোলন কত সালে হয়েছিল?
উত্তর : ১৯৫২ সালে ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম সরকার কোথায় ও কবে গঠিত হয়েছিল?
উত্তর : মুক্তিযুদ্ধ শুরুর এক মাসের মধ্যেই ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল। এই সরকার গঠিত হয়েছিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় (বর্তমান মুজিবনগর)।
প্রশ্ন : মুক্তিযুদ্ধকালীন গঠিত এই সরকার কী নামে পরিচিত ছিল?
উত্তর : মুক্তিযুদ্ধকালীন গঠিত এই সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত।
প্রশ্ন : মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত সালে?
উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন।
প্রশ্ন : মুজিবনগর সরকার গঠনের ফলে কী ঘটে?
উত্তর : মুজিবনগর সরকার গঠনের ফলে মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায় এবং সব শ্রেণিপেশার মানুষ দেশকে হানাদার মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন।
প্রশ্ন : মুক্তিবাহিনী কবে গঠিত হয়েছিল?
উত্তর : ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠিত হয়েছিল।
প্রশ্ন : মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ও উপ-প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর : মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী এবং উপ-প্রধান সেনাপতি ছিলেন গ্রম্নপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
প্রশ্ন : মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল? সেগুলো কী কী?
উত্তর : মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। বিগ্রেডগুলো হলো- মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে 'কে' ফোর্স, মেজর কে এম শফিউলস্নাহ্র নেতৃত্বে 'এস' ফোর্স এবং মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে 'জেড' ফোর্স।
প্রশ্ন : সারা দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং কেন?
উত্তর : যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।
প্রশ্ন : কোন সেক্টরের কোনো আঞ্চলিক সীমানা ছিল না?
উত্তর : ১০নং সেক্টরের কোনো আঞ্চলিক সীমানা ছিল না। এই সেক্টর নৌবাহিনীর কমান্ডো নিয়ে গঠিত হয়েছিল।
প্রশ্ন : মুক্তিফৌজ কত যোদ্ধা নিয়ে গঠিত হয়েছিল?
উত্তর : মুক্তিফৌজ ত্রিশ হাজার নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছিল।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে নারীরা কীভাবে ভূমিকা রেখেছিল?
উত্তর : নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করেন এবং অনেক নারী প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে অ্যাকশন গ্রম্নপ এবং ইন্টেলিজেন্স গ্রম্নপের কাজ কি ছিল?
উত্তর : মুক্তিযুদ্ধে অ্যাকশন গ্রম্নপ অস্ত্র বহন করত এবং সম্মুখযুদ্ধে অংশ নিতেন ও ইন্টেলিজেন্স গ্রম্নপ শত্রম্নপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের একটি জনপ্রিয় স্স্নোগান কি ছিল?
উত্তর : মুক্তিযুদ্ধের সময় জনপ্রিয় স্স্নোগান ছিল 'জয় বাংলা' ধ্বনি। এটি এখনো জনপ্রিয়।
প্রশ্ন : কার নির্দেশে, কবে পাকিস্তান সেনাবাহিনী নিরীহ বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল?
উত্তর : প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী নিরীহ ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল।
প্রশ্ন : অপারেশন সার্চ লাইট কী?
উত্তর : ১৯৭১ সালের ২৫ মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে নিরীহ বাঙালির ওপর পাকিস্তানের সেনাবাহিনীর রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহরগুলোতে সশস্ত্র নির্মম আক্রমণের নাম ছিল অপারেশন সার্চ লাইট।
প্রশ্ন : ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল কারা?
উত্তর : রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা তাদের থ্রি নট থ্রি রাইফেল দিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল।
প্রশ্ন : মুক্তিযুদ্ধ কত মাসব্যাপী হয়েছিল?
উত্তর : মুক্তিযুদ্ধ নয় মাসব্যাপী হয়েছিল।
প্রশ্ন : শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়?
উত্তর : প্রতি বছর ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালিত হয়।
প্রশ্ন : যৌথবাহিনী কবে কার নেতৃত্বে গঠিত হয়েছিল?
উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে ১৯৭১ সালের ২১ নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে যৌথবাহিনী গঠিত হয়।
প্রশ্ন : পাকিস্তান বিমানবাহিনী কবে ভারতের কয়েকটি বিমানঘাঁটিতে বোমা হামলা চালায়?
উত্তর : ১৯৭১ সালের ৩ ডিসেম্বর।
প্রশ্ন : পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে কত তারিখে?
উত্তর : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভ করেন এবং স্বদেশে প্রত্যাবর্তন করেন?
উত্তর : ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন এবং ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন।