প্রথম অধ্যায়
১। সমাজকর্ম কী?
উত্তর : সমাজকর্ম বিজ্ঞানভিত্তিক এমন একটি সাহায্যকারী বা সক্ষমকারী পেশা, যা মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে।
২। সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন কে?
উত্তর : সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য সংজ্ঞাটি প্রদান করেছেন ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার।
৩। সক্ষমকারী পেশা বলতে কী বোঝায়?
উত্তর : সক্ষমকারী পেশা বলতে বোঝায় সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজের সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা।
৪। 'ওহঃৎড়ফঁপঃরড়হ :ড় ঝড়পরধষ ডবষভধৎব' গ্রন্থের লেখক কে?
উত্তর : 'ওহঃৎড়ফঁপঃরড়হ :ড় ঝড়পরধষ ডবষভধৎব' গ্রন্থের লেখক ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার।
৫। আর্থ-সামাজিক উন্নয়ন কী?
উত্তর : অর্থনৈতিক ও সামাজিক জীবনের ভারসাম্যপূর্ণ উন্নয়নই হলো আর্থ-সামাজিক উন্নয়ন।
৬। সমাজকর্ম শিক্ষা কী?
উত্তর : সমাজের সার্বিক কল্যাণ ও সমস্যাগ্রস্ত মানুষকে পেশাদার সেবাপ্রদানের জন্য সমাজকর্মের প্রয়োজনীয় তাত্ত্বিক, পদ্ধতিগত এবং মাঠপর্যায়ের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনই হলো সমাজকর্ম শিক্ষা।
৭। সমাজকর্ম কী ধরনের পেশা?
উত্তর : সমাজকর্ম সাহায্যকারী এবং সক্ষমকারী পেশা।
৮। সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?
উত্তর : সমাজকর্ম একটি সামাজিক বিজ্ঞান।
৯। 'সমাজকর্ম' প্রত্যয়টির ইংরেজি প্রতিশব্দ নিচের কোনটি?
উত্তর : 'সমাজকর্ম' প্রত্যয়টির ইংরেজি প্রতিশব্দ 'ঝড়পরধষ ডড়ৎশ'.
১০। কোনটি সাহায্যকারী পেশা হিসেবে সারা বিশ্বে স্বীকৃত?
উত্তর : সমাজকর্ম সাহায্যকারী পেশা হিসেবে সারা বিশ্বে স্বীকৃত।
১১। সমাজকর্ম কী ধরনের সেবাকর্ম?
উত্তর : সমাজকর্ম জ্ঞান ও দক্ষতানির্ভর সেবাকর্ম।
১২। একজন সমাজকর্মীকে কী হিসেবে চিহ্নিত করা হয়?
উত্তর : একজন সমাজকর্মীকে পরিবর্তন প্রতিনিধি হিসেবে চিহ্নিত করা হয়।
১৩। সমাজকর্ম সমাজের কোন স্তরের মানুষের সার্বিক কল্যাণে বিশ্বাসী?
উত্তর : সমাজকর্ম সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক কল্যাণে বিশ্বাসী।
১৪। সমাজ জীবনে যান্ত্রিক উৎকর্ষতা সৃষ্টির কারণ কী?
উত্তর : সমাজ জীবনে যান্ত্রিক উৎকর্ষতা সৃষ্টির কারণ শিল্প বিপস্নব।
১৫। সমাজকর্মের পরিধি কেমন?
উত্তর : সমাজকর্মের পরিধি ব্যাপক ও বিস্তৃত।
১৬। সক্ষমকারী প্রক্রিয়া কী?
উত্তর : সমস্যাগ্রস্ত মানুষকে তাদের নিজস্ব সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানে সক্ষম করে তোলাই হলো সক্ষমকারী প্রক্রিয়া।
১৭। ব্রাউন সমাজকর্মের কয়টি উদ্দেশ্যের কথা বলেছেন?
উত্তর : ব্রাউন সমাজকর্মের ৪টি উদ্দেশ্যের কথা বলেছেন
১৮। জাতিসংঘের সামাজিক কমিশন সমাজকর্মের কয়টি বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন?
উত্তর : জাতিসংঘের সামাজিক কমিশন সমাজকর্মের ৩টি বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন।
১৯। আধুনিক সমাজকর্ম কোন ধরনের কার্যক্রমের ওপর বেশি জোর দেয়?
উত্তর : আধুনিক সমাজকর্ম সংশোধনমূলক কার্যক্রমের ওপর বেশি জোর দেয়।
২০। সমাজকর্ম কীভাবে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সহায়তা করে?
উত্তর : সমাজকর্ম বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সহায়তা করে।
২১। ঘঅঝড-এর পূর্ণরূপ কী?
উত্তর : ঘঅঝড-এর পূর্ণরূপ হলো ঘধঃরড়হধষ অংংড়পরধঃরড়হ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশবৎং.
২২। 'ওহঃৎড়ফঁপঃরড়হ ড়ভ ঝড়পরধষ ডবষভধৎব' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: 'ওহঃৎড়ফঁপঃরড়হ ড়ভ ঝড়পরধষ ডবষভধৎব' গ্রন্থটির রচয়িতা ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার।
২৩। ঈঙঝ-এর পূর্ণরূপ কী?
উত্তর : ঈঙঝ-এর পূর্ণরূপ হলো ঈযধৎরঃু ঙৎমধহরুধঃরড়হ ঝড়পরবঃু.
২৪। 'ঊহপুপষড়ঢ়বফরধ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশ' কী?
উত্তর : 'ঊহপুপষড়ঢ়বফরধ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশ' সমাজকর্মবিষয়ক একটি বিশ্বকোষ।
২৫। সমাজকর্মের 'ত্রিবিধ ভূমিকা' বলতে কী বুঝায়?
উত্তর : প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নকে সমাজকর্মের 'ত্রিবিধ ভূমিকা' বলা হয়।
২৬। আধুনিক সমাজকর্ম কীসের ওপর নির্ভরশীল?
উত্তর : আধুনিক সমাজকর্ম বৈজ্ঞানিক পদ্ধতি ও বৈজ্ঞানিক জ্ঞানের ওপর নির্ভরশীল।
২৭। কে সমাজকর্মকে কলা, বিজ্ঞান ও পেশা হিসেবে আখ্যায়িত করেছেন?
উত্তর : সমাজকর্মকে কলা, বিজ্ঞান ও পেশা হিসেবে আখ্যায়িত করেছেন রেক্স এ স্কিডমোর ও এম জি থ্যাকারি।
২৮। 'ওহঃৎড়ফঁপঃরড়হ :ড় ঝড়পরধষ ডড়ৎশ' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : 'ওহঃৎড়ফঁপঃরড়হ :ড় ঝড়পরধষ ডড়ৎশ' গ্রন্থটির রচয়িতা রেক্স এ স্কিডমোর ও এম জি থ্যাকারি।
২৯। ড. ইড়বযস সমাজকর্মের কয়টি লক্ষ্যের কথা বলেছেন?
উত্তর : ড. ইড়বযস সমাজকর্মের তিনটি লক্ষ্যের কথা বলেছেন।
৩০। 'ঝড়পরধষ ডড়ৎশ : অ চৎড়ভবংংরড়হ ড়ভ গধহু ঋধপবং' গ্রন্থটি কার লেখা?
উত্তর : 'ঝড়পরধষ ডড়ৎশ : অ চৎড়ভবংংরড়হ ড়ভ গধহু ঋধপবং' গ্রন্থটি অৎসধহফড় গড়ৎধষবং ধহফ
\হইৎধফভড়ৎফ ঝযবধভড়ৎ-এর লেখা।
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়