রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২৩ মে ২০২৩, ০০:০০
একাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র
একাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রতিদান

৪৭. কবি তার ঘুম হরণকারীর জন্য দীঘল রজনী জেগে কীসের পরিচয় দিয়েছেন?

ক. দুর্বলতার খ. কৃতজ্ঞতার

গ. প্রতিশোধপরায়ণতার ঘ. মহত্ত্বের

উত্তর : ঘ. মহত্ত্বের

৪৮. 'আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর' এ পদ্ধতিটি প্রতিদান কবিতায় কত বার ব্যবহৃত হয়েছে?

ক. ১ বার খ. ৩ বার

গ. ২ বার ঘ. ৪ বার

উত্তর : গ. ২ বার

৪৯. 'প্রতিদান' কবিতায় কবি কী কী বেঁধে দিতে চেয়েছেন?

ক. কূল ও নৌকা খ. ঘর ও বাড়ি

গ. বাগান ও কূপ ঘ. ঘর ও কূল

উত্তর : ঘ. ঘর ও কূল

৫০. 'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন' রাজার সাথে 'প্রতিদান' কবিতার কবির সাদৃশ্য কোথায়?

ক. ত্যাগে খ. ক্ষমতায়

গ. ক্ষমাশীলতায় ঘ. প্রতিদানে

উত্তর :গ. ক্ষমাশীলতায়

৫১. 'আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর'্ত এ পঙ্‌ক্তির মধ্যদিয়ে কবি ভাবনার কোন বিষয়টি ফুটে উঠেছে?

ক. অনিষ্টকারীর প্রতি ক্ষমাশীলতা খ. অনিষ্টকারীর প্রতি প্রতিহিংসা

গ. অনিষ্টকারীর প্রতি শ্রদ্ধাবোধ ঘ. অনিষ্টকারীর প্রতি করুণা

উত্তর : ক. অনিষ্টকারীর প্রতি ক্ষমাশীলতা

৫২. রতন সেই লোকটির জন্য টাকা ব্যয় করল যে রতনকে অপমান করেছিল। রতনের কোন গুণ

'প্রতিদান' কবিতার 'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- চরণে খুঁজে পাওয়া যায়-

ক. ক্ষমাশীল ও পরোপকারী মানসিকতা

খ. ক্ষমাশীলতা

গ. কৃতজ্ঞতা

ঘ. দানশীলতা

উত্তর : ক. ক্ষমাশীল ও পরোপকারী মানসিকতা

৫৩. 'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- চরণটির সার্থকতা কিসে নিরূপিত হয়?

ক. অনিষ্টকারীর প্রতি ক্ষমা ও উদারতা

খ. অনিষ্টকারীর প্রতি করুণা

গ. অনিষ্টকারীর প্রতি সহনশীলতা

ঘ. অনিষ্টকারীর প্রতি অনুরাগ

উত্তর :ক. অনিষ্টকারীর প্রতি ক্ষমা ও উদারতা

৫৪. কবি কার জন্য কাঁদেন?

ক. যে কবিকে আঘাত করেছে

খ. যে কবির কূল ভেঙেছে

গ. যে কবির ঘর ভেঙেছে

ঘ. যে বিষে-ভরা বাণ দিয়েছে

উত্তর : ক. যে কবিকে আঘাত করেছে

৫৫. অনিষ্টকারীর দ্বারা কবি কোথায় আঘাত পেয়েছেন?

ক. বুকে খ. হাতে

গ. মাথায় ঘ. পিঠে

উত্তর : ক. বুকে

৫৬. কবির বুকে যে আঘাত হেনেছে কবি তার জন্য

কী করেন?

ক. কাঁদেন খ. ঘর বাঁধেন

গ. রাত জাগেন ঘ. মালা গাঁথেন

উত্তর :ক. কাঁদেন

৫৭. আঘাতকারীর জন্য কান্নার মধ্যদিয়ে কবির মাঝে কী প্রকাশ পেয়েছে?

ক. অসহায়ত্ব খ. শোক

গ. প্রতিহিংসা ঘ. মানবপ্রেম

উত্তর : ঘ. মানবপ্রেম

৫৮. 'যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান'- এ পঙ্‌ক্তিতে কী বোঝানো হয়েছে?

ক. আত্মত্যাগ খ. পারস্পরিক সৌহার্দ

গ. বোকামি ঘ. সর্বংসহা মনোভাব

উত্তর : ক. আত্মত্যাগ

৫৯. 'প্রতিদান' কবিতায় উলিস্নখিত 'বাণ' কেমন?

ক. বিষাক্ত খ. সোহাগ-জড়ানো

গ. স্নেহমাখা ঘ. সুতীব্র

উত্তর : ক. বিষাক্ত

৬০. কবি 'বিষে-ভরা বাণ'- এর বিনিময়ে কী দিতে চেয়েছেন?

ক. বুকভরা গান খ. ভালোবাসা

গ. ফুল মালঞ্চ ঘ. মমতা

উত্তর : ক. বুকভরা গান

আঠারো বছর বয়স

১। সুকান্ত ভট্টাচার্য ইংরেজি কোন মাসের ১৩ তারিখে মারা যান?

ক. ফেব্রম্নয়ারি খ. মার্চ

গ. এপ্রিল ঘ. মে

উত্তর : ঘ. মে

২। 'আঠারো বছর বয়স' কবিতার সর্বশেষ চরণ কোনটি?

ক. এ বয়স তবু নতুন কিছু তো করে

খ. বিপদের মুখে এ বয়স অগ্রণী

গ. এ দেশের বুকে আঠারো আসুক নেমে

ঘ. এ বয়সে তাই নেই কোনো সংশয়

উত্তর : গ. এ দেশের বুকে আঠারো আসুক নেমে

৩। কোন বয়স মানবজীবনের এক উত্তরণকালীন পর্যায়?

ক. ১৫ বছর বয়স খ. ১৬ বছর বয়স

গ. ১৭ বছর বয়স ঘ. ১৮ বছর বয়স

উত্তর :ঘ. ১৮ বছর বয়স

৪। সুকান্ত ভট্টাচার্য কী দেখে অত্যন্ত আলোড়িত হয়েছিলেন?

ক. বাংলার প্রকৃতি খ. বাঙালির বিদ্রোহ

গ. বাংলার ঐতিহ্য ঘ. মহাযুদ্ধের ধ্বংসলীলা

উত্তর :ঘ. মহাযুদ্ধের ধ্বংসলীলা

৫। নিম্নবর্ণিত কোন শব্দটি ভিন্নার্থক?

ক. সংশয় খ. শঙ্কা

গ. সংস্কার ঘ. সন্দিহান

উত্তর : গ. সংস্কার

৬। 'এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে।' এতে কোনটি প্রকাশিত হয়েছে?

ক. যৌবনের ইতিবাচক দিকটি খ. যৌবনের নেতিবাচক দিকটি

গ. যৌবনের কলঙ্ক ঘ. বার্ধক্যের কলঙ্ক

উত্তর : খ. যৌবনের নেতিবাচক দিকটি

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

আরিফুল ইসলাম দশম শ্রেণির একজন ছাত্র। সে মানুষের বিপদে-আপদে এগিয়ে আসতে ভয় পায়। এই বলে যে অন্যের বিপদ যদি তাকে আঁকড়ে ধরে।

৭। উদ্দীপকের আরিফুল ইসলামের মাঝে 'ভয়বোধ' নিম্নে বর্ণিত কোন কবিতার বিরোধী ভাব ধারণ করেছে?

ক. সাম্যবাদী খ. আঠারো বছর বয়স

গ. সেই অস্ত্র ঘ. বিভীষণের প্রতি মেঘনাদ

উত্তর : খ. আঠারো বছর বয়স

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে