শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৯ম শ্রেণির বাংলা ১ম পত্র

মোচ্ছা. রুবিনা খাতুন, সহকারী শিক্ষক, দখিনা রূপকারী উচ্চ বিদ্যালয় বাগাইছড়ি, রাঙামাটি
  ২৬ মে ২০২৩, ০০:০০

সেইদিন এই মাঠ

২৩. মরণশীল ব্যক্তিমানুষ মৃতু্যর কোলে ঢলে পড়ে, কিন্তু চিরকালের ব্যস্ততা থাকে-

ক. সমুদ্রে খ. পাহাড়ে

গ. আকাশে ঘ. প্রকৃতিতে

উত্তর : ঘ. প্রকৃতিতে

২৪. শিশির কোন ফুলে পড়ে?

ক. পলাশ খ. শিমুল

গ. শিউলী ঘ. চালতা

উত্তর : ঘ. চালতা

২৫. জীবনানন্দ দাশ কত সালে ট্রাম দুর্ঘটনায় মারা যান?

ক. ১৯২১ খ. ১৯৩৪

গ. ১৯৫০ ঘ. ১৯৫৪

উত্তর : ঘ. ১৯৫৪

২৬. জীবনানন্দ দাশের কাব্য লক্ষণীয়-

র. আধুনিক জীবনচেতনার বহিঃপ্রকাশ

রর. প্রকৃতির রূপবৈচিত্র্যের প্রতি অনুরাগ

ররর. মধ্যবিত্ত নাগরিকের কথকতা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

২৭. খেয়ানৌকাগুলো কোথায় এসে লেগেছে?

ক. ঘাটের কাছে খ. চরের কাছে

গ. নদীর মোহনায় ঘ. সমুদ্রসৈকতে

উত্তর : খ. চরের কাছে

২৮. চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে- এখানে কবির প্রশ্ন কী সম্পর্কিত?

ক. প্রকৃতির সৌন্দর্য খ. জগতের বহমানতা

গ. সৃষ্টিকর্মের অমরত্ব ঘ. মানবমনের অনুভূতি

উত্তর : খ. জগতের বহমানতা

২৯. সেইদিন এই মাঠ কবিতায় পৃথিবীতে কী চিরকাল বেঁচে থাকার কথা বলা হয়েছে?

ক. নৃত্য খ. গল্প

গ. সঙ্গীত ঘ. নাটক

উত্তর : খ. গল্প

৩০. কবি জীবনানন্দ দাশের দৃষ্টিতে কোনটি অনন্য রূপসী?

ক. সমস্ত পৃথিবী

খ. কলকাতার প্রকৃতি

গ. দিগন্ত বিস্তৃত মাঠ

ঘ. বাংলার প্রকৃতি

উত্তর : ঘ. বাংলার প্রকৃতি

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো

১. 'মার্চের বিরুদ্ধে মার্চ' বলতে বোঝানো হয়েছে-

র. অশুভ শক্তির উত্থান

রর. স্বাধীনতার সত্যকে গ্রাস

ররর. বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

২. প্রাপ্তির দিক থেকে যে পুরস্কারের সাথে নির্মলেন্দু গুণের সম্পর্ক রয়েছে-

র. একুশে পদক

রর. বাংলা একাডেমি পুরস্কার

ররর. জাতীয় কবিতা পরিষদ পুরস্কার

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৩. 'উদ্যান'-এর সমার্থক শব্দ কোনটি?

ক) জঙ্গল খ) বাগান

গ) সুবাস ঘ) অন্তরীক্ষ

উত্তর : খ) বাগান

৪. 'স্বাধীনতা' শব্দটি উচ্চারণের সঙ্গে যে বিষয়টি সংযুক্ত-

র. ঐক্য ও প্রত্যয় রর. সংগ্রাম ও মুক্তি ররর. ত্যাগ ও গ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

৫. 'গণসূর্যের মঞ্চ' বলতে কী বোঝানো হয়েছে?

ক) আলোচিত মঞ্চ খ) উদ্দীপ্ত মঞ্চ

গ) নেতার মঞ্চ সূর্যের মতো ঘ) বিপস্নবী মঞ্চ

উত্তর : গ) নেতার মঞ্চ সূর্যের মতো

৬. 'সবুজে সবুজময়' শব্দের বিশিষ্ট প্রয়োগে নিচের কোন অর্থটি গ্রহণযোগ্য?

ক) সবুজ ঘাসে আবৃত খ) সুন্দর পরিবেশ

গ) সবুজ বন ঘ) সবুজ মাঠ

উত্তর : ক) সবুজ ঘাসে আবৃত

৭. নির্মলেন্দু গুণ নেত্রকোনা জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

ক) বাঁশবন খ) কাশবন

গ) কাশিপুর ঘ) আনন্দপুর

উত্তর :খ) কাশবন

৮. অগ্নিঝরা সে ডাকে বাংলার মানুষ উদ্বেলিত হলো। 'অগ্নিঝরা' ডাক কোন কবিতার মূল বিষয় হিসেবে উপস্থাপিত?

র. স্বাধীনতা তুমি

রর. স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো

ররর. শহিদ স্মরণে

নিচের কোনটি সঠিক?

ক) রর খ) রর

গ) র ও ররর ঘ) রর ও ররর

উত্তর :খ) রর

৯. 'উলঙ্গ কৃষক' বলতে প্রকৃত অর্থ বোঝানো হয়েছে-

ক) সংগ্রামী কৃষক

খ) শোষিত-বঞ্চিত দরিদ্র কৃষক

গ) শীর্ণকায় কৃষক

ঘ) মাঠ থেকে আসা কৃষক

উত্তর :খ) শোষিত-বঞ্চিত দরিদ্র কৃষক

১০. গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে অমর কবিতা শোনালেন-

র. রাজনীতির কবি

রর. স্বাধীনতার মহানায়ক

ররর. বাংলাদেশের স্থপতি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর

খ) রর ও ররর

গ) র ও ররর

ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

১১. 'বিমুখ প্রান্তরে' অর্থ কী?

ক) বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে

খ) বিরুদ্ধ পরিবেশের মাঠে

গ) প্রতিকূল পরিবেশের বাইরে

ঘ) মেঘলা পরিবেশের আকাশে

উত্তর : খ) বিরুদ্ধ পরিবেশের মাঠে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে