শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
walton

একাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ৩১ মে ২০২৩, ০০:০০

সিরাজউদ্দৌলা ১৯। ইংল্যান্ডের বীর সন্তান বলে কে নিজেকে পরিচয় দিয়েছেন? ক. জর্জ হলওয়েল খ. ওয়াটস গ. মিনচিন ঘ. ক্লেটন উত্তর : ঘ. ক্লেটন ২০। আলিবর্দি খাঁর প্রকৃত নাম কী? ক. মির্জা মুহম্মদ আলি খ. মুহম্মদ আলি আকবর গ. মির্জা আলি আকবর খান ঘ. আলিবর্দি উত্তর : ক. মির্জা মুহম্মদ আলি ২১। 'আপনিই এখন কমান্ডার-ইন-চিফ।' উমিচাঁদ কাকে উদ্দেশ্য করে এই সংলাপটি করেছেন? ক. ক্লেটন খ. হলওয়েল গ. ওয়াটস ঘ. মিনচিন উত্তর : খ. হলওয়েল ২২। 'নবাবসৈন্য কলকাতা আক্রমণ করার সঙ্গে সঙ্গে রোজার ড্রেক প্রাণভয়ে কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়েছে।' সংলাপটি কার? ক. সিরাজউদ্দৌলার খ. মোহনলালের গ. মিরমর্দানের ঘ. জগৎশেঠের উত্তর : ক. সিরাজউদ্দৌলার ২৩। মীরজাফরের প্রকৃত নাম কী? ক. মীর জাফর খান খ. জাফর আলি খান গ. মীর জাফর আলি খান ঘ. মির্জা জাফর খান উত্তর : গ. মীর জাফর আলি খান ২৪। মীরজাফর ভারতবর্ষে আসে কোথা থেকে? ক. ইরাক থেকে খ. চীন থেকে গ. পারস্য থেকে ঘ. পর্তুগাল থেকে উত্তর : গ. পারস্য থেকে ২৫। কলকাতা থেকে নবাবের তাড়া খেয়ে ইংরেজরা আস্তানা গেড়েছে কোথায়? ক. ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজে খ. পাটনায় গ. কাশিমবাজারে তাদের নিজেদের দুর্গে ঘ. নবাবের আয়ত্তের বাইরে পারস্য অঞ্চলে উত্তর : ক. ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজে ২৬। 'ক্লাইভের গাধা' এবং 'চিরকালের বিশ্বাসঘাতক' বলে কে পরিচিত ছিলেন? ক. মিরমর্দান খ. জর্জ গ. উমিচাঁদ ঘ. মীরজাফর উত্তর : ঘ. মীরজাফর ২৭। মীরজাফর ক্লাইভের হাত ধরে কত তারিখে বাংলার মসনদে বসেন? ক. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর খ. ১৭৬৫ সালের ৬ ফেব্রম্নয়ারি গ. ১৭৫৭ সালের ২৯ জুন ঘ. ১৭৬৫ সালের ২৩ জুন উত্তর : গ. ১৭৫৭ সালের ২৯ জুন ২৮। মীরজাফর কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয়ে কত সালে মৃতু্যমুখে পতিত হন? ক. ১৭৬৪ সালে খ. ১৭৬১ সালে গ. ১৭৬৫ সালে ঘ. ১৭৫৭ সালে উত্তর : গ. ১৭৬৫ সালে ২৯। জগৎশেঠ কে ছিলেন? ক. নবাবের সেনাপতি মানিকচাঁদের ভ্রাতুষ্পুত্র খ. নবাবের বিশ্বস্ত সেনাপতি গ. নবাবের বিশ্বস্ত গুপ্তচর ঘ. জগতের শ্রেষ্ঠ মানুষ উত্তর : ক. নবাবের সেনাপতি মানিকচাঁদের ভ্রাতুষ্পুত্র ৩০। 'সিপাহসালা' বলতে কাকে বোঝায়? ক. কোষাধ্যক্ষকে খ. সৈন্য-সামন্তকে গ. সেনাপতিকে ঘ. গুপ্তচরকে উত্তর : গ. সেনাপতিকে ৩১। 'রোশনাই' শব্দের অর্থ কী? ক. জ্যোতি বা আলো খ. তিমির বা আঁধার গ. জালিম বা শাসক ঘ. সম্রাট বা বাদশা উত্তর : ক. জ্যোতি বা আলো ৩২। নিজেকে 'খাদেম' বলে পরিচয় দিয়েছেন কে? ক. মানিকচাঁদ খ. মিরমর্দান গ. উমিচাঁদ ঘ. হোসেকুলি খাঁ উত্তর : গ. উমিচাঁদ ৩৩। পলাশীর যুদ্ধ সময়কাল কত? ক. ১৭৫৭ সালের ২২ জুন খ. ১৭৫৭ সালের ২৩ জুন গ. ১৭৫৭ সালের ২৪ জুন ঘ. ১৭৫৭ সালের ২৫ জুন উত্তর : খ. ১৭৫৭ সালের ২৩ জুন ৩৪। 'ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করেছি, সর্বশক্তি নিয়ে চিরকালের জন্য আমি নবাবের অনুগামী।' এ কথা কে বলেছেন? ক. রাজবলস্নভ খ. উমিচাঁদ গ. রায়দুর্লভ ঘ. মানিকচাঁদ উত্তর : গ. রায়দুর্লভ ৩৫। উমিচাঁদের শপথবাক্য কোনটি? ক. আমি নবাবের দাস হয়ে থাকব খ. রামজিকি কসম, ম্যায় কোরবান হুঁ নওয়াবকো লিয়ে গ. প্রজাদের আর কখনো অত্যাচার করব না ঘ. ইংরেজদের স্বার্থে আঘাত হানব উত্তর :খ. রামজিকি কসম, ম্যায় কোরবান হুঁ নওয়াবকো লিয়ে ৩৬। ইংরেজরা কাকে ঘুষ দিয়ে চন্দননগর ধ্বংস করেছে? ক. দেশপ্রেমিক মোহনলালকে খ. বেইমান নন্দকুমারকে গ. রাজবলস্নভকে ঘ. নবাবকে উত্তর : খ. বেইমান নন্দকুমারকে ৩৭। দশ লাখ টাকা খেসারত দিয়ে কে নবাবের কাছ থেকে মুক্তি লাভ করেন? ক. রাজবলস্নভ খ. মানিকচাঁদ গ. নন্দকুমার ঘ. জর্জ উত্তর : খ. মানিকচাঁদ ৩৮। মিরন কার পুত্র? ক. মিরমর্দানের খ. মোহনলালের গ. মীরজাফরের ঘ. মানিকচাঁদের উত্তর : গ. মীরজাফরের ৩৯। নবাব সিরাজউদ্দৌলার পত্নীর নাম কী? ক. লুৎফুন্নেসা খ. লায়লা গ. বানু বেগম ঘ. রওশনা উত্তর : ক. লুৎফুন্নেসা ৪০। কোন ব্যক্তি মীরজাফরের বিশ্বস্ত গুপ্তচর ছিলেন? ক. রাইস খ. জনৈকা রমণী গ. উমর বেগ জমাদার ঘ. মিরমর্দান উত্তর : গ. উমর বেগ জমাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে