শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

জবিতে ৩০ হাজার শিক্ষার্থীর ভর্তি আবেদন

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৭ জুলাই ২০২৩, ০০:০০
জবিতে ৩০ হাজার শিক্ষার্থীর ভর্তি আবেদন
জবিতে ৩০ হাজার শিক্ষার্থীর ভর্তি আবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন ৩০ হাজার ৮ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন সংখ্যা দুই হাজার ৭৬৫টি। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে রয়েছেন প্রায় ১১ জন শিক্ষার্থী। সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডক্টর উজ্জ্বল কুমার আচার্য্য ৫ জুলাই এ তথ্য নিশ্চিত করেন। গত ২০ জুন থেকে ২৭ জুন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন ও বিষয় পছন্দক্রমের সময় ছিল। নির্ধারিত সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩০ হাজার ৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ৭৬৫ আসনের মধ্যে বিজ্ঞান অনুষদে (ইফনিট-এ) ৮২৫টি, মানবিক অনুষদে (ইফনিট-বি) এক হাজার ২৭০টি, বাণিজ্য অনুষদে (ইফনিট-সি) ৫২০টি এবং বিশেষায়িত চার বিভাগে (সঙ্গীত, নাট্যকলা, চারুকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন) ১৫০টি আসন রয়েছে।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে