দ্বিতীয় অধ্যায়
৭২. কোনটি মাইটোসিস বিভাজনের সবচেয়ে স্বল্পস্থায়ী ধাপ?
ক. টেলোফেজ খ. অ্যানাফেজ
গ. প্রো-মেটাফেজ ঘ. মেটাফেজ
উত্তর : গ. প্রো-মেটাফেজ
৭৩. কোন ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়?
ক. প্রো-মেটাফেজ খ. প্রোফেজ
গ. টেলোফেজ ঘ. অ্যানাফেজ
উত্তর : ক. প্রো-মেটাফেজ
৭৪. কোন দশাতে মাকু আকৃতির তন্তুর আবির্ভাব ঘটে?
ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. টেলোফেজ
উত্তর : খ. প্রো-মেটাফেজ
৭৫. মাইটোসিস কোষ বিভাজনে কোন ধাপে প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পরস্পর পৃথক হয়ে যায়?
ক. প্রোফেজ খ. অ্যানাফেজ
গ. মেটাফেজ ঘ. টেলোফেজ
উত্তর : গ. মেটাফেজ
৭৬. মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে কোন ধাপে যায়?
ক. মেটাফেজ খ. প্রো-মেটাফেজ
গ. প্রোফেজ ঘ. টেলোফেজ
উত্তর : ক. মেটাফেজ
৭৭. কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণের ঠ, খ, ঔ অথবা ও আকৃতিবিশিষ্ট হয় কোন ধাপে?
ক. টেলোফেজ খ. মেটাফেজ
গ. প্রোফেজ ঘ. অ্যানাফেজ
উত্তর : ঘ. অ্যানাফেজ
৭৮. অ্যানাফেজ ধাপে কী সৃষ্টি হয়?
ক. অ্যাস্ট্রার তন্তু খ. অপত্য ক্রোমোজোম
গ. ক্রোমাটিড ঘ. অপত্যকোষ
উত্তর : খ. অপত্য ক্রোমোজোম
৭৯. কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়?
ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ
উত্তর : খ. প্রো-মেটাফেজ
৮০. ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কোন ধাপে?
ক. অ্যানাফেজ খ. প্রোফেজ
গ. টেলোফেজ ঘ. মেটাফেজ
উত্তর : ক. অ্যানাফেজ
৮১. মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তুর সাথে কী দ্বারা আটকে থাকে?
ক. ক্রোমাটিড খ. সেন্ট্রোজোম
গ. সেন্ট্রোমিয়ার ঘ. সাইটোপস্নাজম
উত্তর : গ. সেন্ট্রোমিয়ার
৮২. ক্রোমোজোমগুলো কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে?
ক. অ্যানাফেজ খ. প্রোফেজ
গ. মেটাফেজ ঘ. টেলোফেজ
উত্তর : গ. মেটাফেজ
৮৩. কোষ বিভাজনের মেটাফেজ ধাপে-
র. ক্রোমোজোমগুলো মেরু অঞ্চলে যায়
রর. ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে আসে
ররর. ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : খ. রর
৮৪. মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপে-
র. ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে আসে
রর. ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়
ররর. অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : গ. রর ও ররর
৮৫. টেলোফেজ ধাপে কোন কোষের মেরুতে সেন্ট্রিওল সৃষ্টি হয়?
ক. প্রাণিকোষের খ. ছত্রাক কোষে
গ .উদ্ভিদকোষে ঘ. জনন কোষে
উত্তর : ক. প্রাণিকোষের
৮৬. ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে?
ক. মেটাফেজ খ. অ্যানাফেজ
গ. সাইটোকাইনেসিস ঘ. টেলোফেজ
উত্তর : ঘ. টেলোফেজ
৮৭. টেলোফেজ ধাপে অ্যান্ডোপস্নাজমিক জালিকা থেকে তৈরি হয় কোনটি?
ক. কোষপেস্নট খ. কোষপর্দা
গ. কোষপ্রাচীর ঘ. পস্নাজমাপর্দা
উত্তর : ক. কোষপেস্নট
৮৮. প্রকৃতপক্ষে সাইটোকাইনেসিস শুরু হয় কোন ধাপে?
ক. টেলোফেজ খ. অ্যানাফেজ
গ. প্রোমেটাফেজ ঘ. মেটাফেজ
উত্তর : ক. টেলোফেজ
৮৯. সাইটোকাইনেসিসে কোষ পর্দার খাঁজ কতটুকু বিস্তৃত হয়?
ক. অক্ষীয় তল খ. নিরক্ষীয় তল
গ. মেরু ঘ. বিষুবীয় অঞ্চল
উত্তর : খ. নিরক্ষীয় তল
৯০. স্পিন্ডলতন্তু যন্ত্র অদৃশ্য হয়ে যায় মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে?
ক. অ্যানাফেজ খ. মেটাফেজ
গ. টেলোফেজ ঘ. প্রো-মেটাফেজ
উত্তর : গ. টেলোফেজ
৯১. মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব ঘটে-
র. অ্যানাফেজ ধাপে
রর. টেলোফেজ ধাপে
ররর. ক্যারিওকাইনেসিসের শেষে
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও ররর ঘ. রর ও ররর
উত্তর : ঘ. রর ও ররর
৯২. প্রাণিকোষ সাইটোকাইনেসিসের সময় সাইটোপস্নাজম বিভক্ত হয়-
র. ক্লীভেজ পদ্ধতি দ্বারা
রর. কোষপেস্নট গঠনের দ্বারা
ররর. কোষপর্দা গঠনের দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. ররর ঘ. র ও রর
উত্তর : ক. র
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়