সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নবম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

দশম অধ্যায়

৫৬. অসহযোগ আন্দোলনের অন্যতম তাৎপর্য কোনটি?

ক) হিন্দু-মুসলিম দাঙ্গা

খ) অর্থনৈতিক মুক্তি

গ) ব্রিটিশবিরোধী মনোভাব

ঘ) সরকারি খেতাব গ্রহণ

উত্তর :গ) ব্রিটিশবিরোধী মনোভাব

৫৭. মাস্টার দা সূর্যসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক) চট্টগ্রাম খ) বান্দরবান

গ) নোয়াখালী ঘ) কুমিলস্না

উত্তর :ক) চট্টগ্রাম

৫৮. হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ ব্রিটিশবিরোধী আন্দোলন কোনটি?

ক) স্বদেশি আন্দোলন

খ) খিলাফত আন্দোলন

গ) সশস্ত্র আন্দোলন

ঘ) খিলাফত ও অসহযোগ আন্দোলন

উত্তর :ঘ) খিলাফত ও অসহযোগ আন্দোলন

\হ৫৯. গান্ধীজীর অহিংস আন্দোলন প্রত্যাহারের যথার্থ কারণ কোনটি?

ক) ব্যর্থতা খ) হিংসাত্মক রূপ

গ) দূরদর্শিতার অভাব ঘ) সৈনিকের নির্দেশ অমান্য

উত্তর :খ) হিংসাত্মক রূপ

৬০. প্রকৃতপক্ষে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয় কখন?

ক) ১৯০৩ সালে খ) ১৯০৪ সালে

গ) ১৯০৫ সালে ঘ) ১৯০৬ সালে

উত্তর : ক) ১৯০৩ সালে

একাদশ অধ্যায়

১। কার নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন 'তমদ্দুন মজলিশ' গঠিত হয়?

ক) ডক্টর কাজী মোতাহার

খ) অধ্যাপক আবুল কাশেম

গ) জনাব আবুল মনসুর আহমদ

ঘ) ডক্ট মুহম্মদ শহীদুলস্নাহ

উত্তর : খ) অধ্যাপক আবুল কাশেম

২। ১৯৪৮ সালে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়-

র) ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য

রর) পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে অন্তর্ভুক্তির জন্য

ররর) আরবি হরফে বাংলা লেখার প্রতিবাদ জানাতে

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : (খ) রর

নিচের উদ্দীপকটি পড়ে এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

টেলিভিশনে লোকজ গানের অনুষ্ঠান হচ্ছিল। মিথিলা বেশ আগ্রহ নিয়ে অনুষ্ঠানটি দেখছিল। কিন্তু তার ছোট ভাই মিঠুন কেবলই চ্যানেল পরিবর্তন করে ইংরেজি কার্টুন দেখতে চেষ্টা করছিল। মিঠুনের মতে এসব গানের স্রোতা হচ্ছে গ্রামের লোক। তার বোনের এসব গানপ্রীতি বেমানান লাগে।

৩। মিথিলা কোন আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত?

ক) অসহযোগ আন্দোলন খ) খিলাফত আন্দোলন

গ) ভাষা আন্দোলন ঘ) স্বাধিকার আন্দোলন

উত্তর :গ) ভাষা আন্দোলন

৪। উক্ত চেতনায় অনুপ্রাণিত হয়ে মিথিলা হতে পারে-

র) দেশপ্রেমিক রর) জাতীয়তাবাদী ররর) প্রতিবাদী

নিচের কোনটি সঠিক?

ক) র খ) র ও রর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৫। ১৯৫৪ সালের নির্বাচনে লক্ষণীয় হচ্ছে

র) ব্যালট বিপস্নব

রর) বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ

ররর) বাঙালির বিচ্ছিন্ন সংগ্রাম

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :(ক) র ও রর

৬। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন?

ক) ১৯৪৭ সালে খ) ১৯৪৮ সালে

গ) ১৯৪৯ সালে ঘ) ১৯৫০ সালে

উত্তর :ক) ১৯৪৭ সালে

৭। পুরো পাকিস্তানের শতকরা কতভাগ মানুষের মুখের ভাষা ছিল বাংলা-

ক) ৫৫% খ) ৫৬%

গ) ৫৭% ঘ) ৫৮%

উত্তর :খ) ৫৬%

৮। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ক) লিয়াকত আলী খ) গোলাম আজাদ

গ) খাজা নাজিম উদ্দিন ঘ) ফজলুল হক

উত্তর :গ) খাজা নাজিম উদ্দিন

৯। মুহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসেছিলেন কত তারিখে?

ক) ৭ মার্চ ১৯৪৮ খ) ১০ মার্চ ১৯৪৮

গ) ১৭ মার্চ ১৯৪৮ ঘ) ১৯ মার্চ ১৯৪৮

উত্তর : ঘ) ১৯ মার্চ ১৯৪৮

নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:

সিরিয়ার নির্বাচনে দেশের অপেক্ষাকৃত ছোট ছোট দল ঐক্যবদ্ধ হয়ে জোট গঠন করে এবং ক্ষমতাসীন প্রভাবশালী দলের মোকাবিলা করে এবং জনগণ উক্ত জোটকে সমর্থন দেয়।

১০। অনুচ্ছেদটিতে স্বাধীনতার পূর্বে কোন জোট নির্বাচনের কথা মনে করিয়ে দেয়?

ক) যুক্তফ্রন্ট নির্বাচন খ) ১৯৪৭-এর নির্বাচন

গ) ১৯৫২-এর নির্বাচন ঘ) ১৯৫৭-এর নির্বাচন

উত্তর :ক) যুক্তফ্রন্ট নির্বাচন

১১। উক্ত নির্বাচনের প্রধান লক্ষ্য ছিল-

র) অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ

রর) বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ

ররর) শোষণের বিরুদ্ধে প্রতিবাদ

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর :(ঘ) র, রর ও ররর

১২। ভাষা আন্দোলনের মধ্যে যে নামটি সামঞ্জস্যপূর্ণ-

র) সালাম রর) কাশিম ররর) বরকত

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :খ) র ও ররর

১৩। মুসলিম লীগ সরকার পূর্ব বাংলার কীসের দিকে সামান্য দৃষ্টিপাত করত না-

ক) শিক্ষার খ) সংস্কৃতির

গ) প্রগতির ঘ) উন্নতির

উত্তর :ঘ) উন্নতির

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে