রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ফরিদপুর জেলা

কৃতী সন্তান - মহাকবি আলাওল, সুনীল গঙ্গোপাধ্যায়, নবাব

আব্দুল লতিফ, কবি জসীম উদ্‌দীন।

গোপালগঞ্জ জেলা

নামকরণ - রানী রাসমনির নাতি গোপালের নামানুসারে নামকরণ।

নদী - মধুমতী নদী গোপালগঞ্জ দিয়ে বহমান।

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান।

চট্টগ্রাম জেলা

চট্টগ্রামকে বলা হয়- বার আউলিয়ার পুণ্যভূমি।

চট্টগ্রামের প্রাচীন নাম- ইসলামাবাদ/ চট্টলা/সাতিলগঞ্জ/ পোর্টগ্রান্ড।

উলেস্নখযোগ্য নদনদী- কর্ণফুলী, সাঙ্গু, হালদা।

বাংলাদেশের প্রবেশদ্বার- চট্টগ্রাম সমুদ্রবন্দর।

চট্টগ্রামের উলেস্নখযোগ্য স্থানসমূহ- ফয়েজ লেক, পতেঙ্গা সমুদ্র সৈকত, বায়েজিদ বোস্তামির মাজার, আগ্রাবাদ জাতিতত্ত্ব জাদুঘর, জিয়া স্মৃতি জাদুঘর, সীতাকুন্ড ইকোপার্ক, চন্দ্রনাথ মন্দির, মিনি বাংলাদেশ, ঐতিহাসিক কোর্ট বিল্ডিং, লালদীঘি ময়দান।

কৃতী সন্তান- মাস্টার দা সূর্যসেন, প্রীতিলতা, আবুল ফজল, ড. মুহাম্মদ ইউনূস, আব্দুল করিম সাহিত্য বিশারদ।

দেশের বাণিজ্যিক রাজধানী- চট্টগ্রাম (ডঞঙ) কর্তৃক হেলথ সিটি হিসেবে স্বীকৃতি।

রাঙামাটি

উলেস্নখযোগ্য নদনদী- কর্ণফুলী, শঙ্খ, কাশালং, বানখিয়াং।

উলেস্নখযোগ্য স্থানসমূহ-উপজাতীয় জাদুঘর, চাকমা রাজবাড়ি, শুভলং প্রাকৃতিক ঝরনা, ঝুলন্ত সেতু ও কাপ্তাই হ্রদ।

বান্দরবান জেলা

প্রকৃতির লীলাভূমি - বান্দরবান।

বাংলাদেশের সর্বপূর্বের স্থান - থানচি।

বান্দরবান জেলার উলেস্নখযোগ্য নদনদী- সাঙ্গু, মাতামুহুরী।

ঐতিহাসিক স্থান - বোমাং রাজারবাড়ি, মেঘলা রিসোর্ট কেওক্রাডং, তাজিংডং চিম্বুক ঝরনা, শৈল প্রপাত, নীলগিরি পর্বত, স্বর্ণমন্দির।

খাগড়াছড়ি জেলা

ঐতিহাসিক স্থান- আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছং ঝরনা। প্রাচীন বৌদ্ধ বিহার, পানছড়ি, শান্তিপুর অরণ্য কুটির।

কক্সবাজার জেলা

প্রাচীন নাম- পালংকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে