শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কুবিতে টেডএক্স ইভেন্ট অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
কুবিতে টেডএক্স ইভেন্ট অনুষ্ঠিত
কুবিতে টেডএক্স ইভেন্ট অনুষ্ঠিত

কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো আন্তর্জাতিক পস্ন্যাটফর্ম টেডএক্সের উদ্যোগে বক্তৃতামালা অনুষ্ঠিত হয়েছে। কুমিলস্না বোর্ডের ময়নামতি মিলনায়তনে ৩০ সেপ্টেম্বর এই বক্তৃতামালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুমিলস্না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এফ এম আবদুল মঈন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও শিক্ষার মান কীভাবে উন্নত করা যায় তার ওপর বক্তব্য দেন।

উলেস্নখ্য, টেডএক্স একটি টেডঅধিভুক্ত পস্ন্যাটফর্ম। টেড হলো মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক সংস্থা- যা আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইভেন্ট বা সম্মেলনের আয়োজন করে। বিশ্বের বিভিন্ন এবং বিখ্যাত কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের আমন্ত্রণ জানায়। এই সমস্ত লোকরা এই ইভেন্টটিকে তাদের অভিজ্ঞতা, উদ্ভাবনী ধারণা, কৌশল ও সমাজের বিভিন্ন ইতিবাচক দিক সম্পর্কে বিশ্বকে একটি পস্ন্যাটফর্ম হিসেবে ব্যবহার করে বক্তৃতা দেয়। এই বছর ১৭ এপ্রিল, কুমিলস্না বিশ্ববিদ্যালয় একটি টেডেক্স ইভেন্ট আয়োজনের জন্য টেড থেকে অনুমোদন পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে