রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

কুবিতে টেডএক্স ইভেন্ট অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০

কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো আন্তর্জাতিক পস্ন্যাটফর্ম টেডএক্সের উদ্যোগে বক্তৃতামালা অনুষ্ঠিত হয়েছে। কুমিলস্না বোর্ডের ময়নামতি মিলনায়তনে ৩০ সেপ্টেম্বর এই বক্তৃতামালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুমিলস্না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এফ এম আবদুল মঈন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও শিক্ষার মান কীভাবে উন্নত করা যায় তার ওপর বক্তব্য দেন।

উলেস্নখ্য, টেডএক্স একটি টেডঅধিভুক্ত পস্ন্যাটফর্ম। টেড হলো মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক সংস্থা- যা আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইভেন্ট বা সম্মেলনের আয়োজন করে। বিশ্বের বিভিন্ন এবং বিখ্যাত কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের আমন্ত্রণ জানায়। এই সমস্ত লোকরা এই ইভেন্টটিকে তাদের অভিজ্ঞতা, উদ্ভাবনী ধারণা, কৌশল ও সমাজের বিভিন্ন ইতিবাচক দিক সম্পর্কে বিশ্বকে একটি পস্ন্যাটফর্ম হিসেবে ব্যবহার করে বক্তৃতা দেয়। এই বছর ১৭ এপ্রিল, কুমিলস্না বিশ্ববিদ্যালয় একটি টেডেক্স ইভেন্ট আয়োজনের জন্য টেড থেকে অনুমোদন পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে