শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১২ অক্টোবর ২০২৩, ০০:০০

বর্তমানে বাংলাদেশের ডাক টিকিট প্রকাশ হয়- ঝবপঁৎরঃু চৎরহঃরহম চৎবংং গাজীপুর হতে।

বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার- রিপ্টি চিন্টনিশ।

স্বাধীনতার প্রথম ডাক টিকিটে ছবি ছিল-শহীদ মিনারের।

স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম ডাকঘর- চুয়াডাংগায় স্থাপিত হয়।

বাংলাদেশ ডাক বিভাগের মনোগ্রাম- একজন ধাবমান রানারের কাঁধে ঝোলানো চিঠির ব্যাগ, হাতে একটি বলস্নম এবং এর মাথায় প্রজ্বলিত লণ্ঠন।

বাংলাদেশ ডাক বিভাগের স্স্নোগান- 'সেবাই আদর্শ'।

ইসরাইলের সঙ্গে বাংলাদেশের-

ডাক যোগাযোগ নেই।

বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক মানি অর্ডার সার্ভিস চালু রয়েছে-

১৩টি দেশের

বাংলাদেশের সঙ্গে ইন্টেনপোস্ট (ফ্যাক্স) সার্ভিস চালু আছে-

মোট ১৯টি দেশের

বাংলাদেশের সঙ্গে দ্রম্নততম এক্সপ্রেস মেইল সার্ভিস (ই.এম.এস) চালু আছে-

মোট ৪৯টি দেশের।

বাংলাদেশের ইনসিওরড লেটার সার্ভিস চালু আছে- ৫০টি দেশের সঙ্গে।

বাংলাদেশের ইনসিওরড পার্সেল সার্ভিস চালু রয়েছে- বিশ্বের ৫৯টি দেশের সঙ্গে।

বাংলাদেশ ডাক বিভাগের সদর দপ্তর- ঢাকায় অবস্থিত।

বাংলাদেশ পোস্ট অফিস জাদুঘর-

ঢাকার জি.পি.ও.-তে অবস্থিত।

বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি- রাজশাহীতে অবস্থিত।

এ.ঊ.চ. হলো- এঁধৎধহঃববফ ঊীঢ়ৎবংং চড়ংঃ।

এ.ঊ.চ. সার্ভিস চালু হয়-

১৯৮৪ সাল থেকে

বাংলাদেশের এ.ঊ.চ. সার্ভিস চালু আছে- ১৬৪টি ডাকঘরে।

ঊ.গ.ঝ. হলো- ওহঃবৎহধঃরড়হধষ ঊীঢ়ৎবংং গধরষ ঝবৎারপব।

ঊ.গ.ঝ. চালু হয়- ২ ফেব্রম্নয়ারি, ১৯৮৭ সালে বাংলাদেশে।

বাংলাদেশ বিশ্ব ডাক সংস্থা (টচট)-এর সদস্য পদ লাভ করে-৭ ফেব্রম্নয়ারি, ১৯৭৩ সালে।

ঊ.চ.চ হলো- ঊীঢ়ৎবংং চধৎপবষ চড়ংঃ।

ঊ.চ.চ চালু হয়- ২৬ আগস্ট, ২০০০ সালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে