শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চতুর্থ শ্রেণির বিজ্ঞান

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০

প্রশ্ন-উত্তর

প্রশ্ন :বস্তুর আয়তন বলতে কী বোঝ?

উত্তর :কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য।

প্রশ্ন :পদার্থ কী তা ব্যাখ্যা কর।

উত্তর :আমাদের চারপাশের সকল বস্তু যা দিয়ে গঠিত তাদেরকে পদার্থ বলে।

পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। যেমন- ওজন, আয়তন, আকার, আকৃতি, চাপ প্রয়োগে বাধা প্রদান করার ক্ষমতা ইত্যাদি। যাদের মধ্যে এই এক বা একাধিক বৈশিষ্ট্য বিদ্যমান, সেগুলোই পদার্থ। যেমন- বায়ুর ওজন আছে, বেলুনে ঢোকালে বোঝা যায় বায়ুর আয়তন আছে এবং তা জায়গা দখল করে, বেলুনে চাপ প্রয়োগ করলে বায়ু বাধা প্রদান করে। কাজেই বায়ু একটি পদার্থ। তবে পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হলো- পদার্থ জায়গা দখল করে এবং এর ওজন আছে।

প্রশ্ন :পরীক্ষার সাহায্যে আমরা কীভাবে প্রমাণ করতে পারি যে বায়ু একটি পদার্থ?

উত্তর :পরীক্ষার সাহয্যে বায়ুর বৈশিষ্ট্যগুলো যেমন- ওজন, আয়তন, চাপ প্রয়োগে বাধা প্রদান করার ক্ষমতা ইত্যাদি প্রমাণের মাধ্যমে আমরা বুঝতে পারি, বায়ু একটি পদার্থ।

দুটো বায়ুভর্তি বেলুনের সাহায্যে বায়ুর বৈশিষ্ট্যগুলো পরীক্ষা করা সম্ভব। একটি গামলাকে পানি দিয়ে পুরোপুরি ভর্তি করি। বায়ুভর্তি একটি বেলুনকে গামলার পানিতে ডোবালে পানি উপচে পড়ে। অর্থাৎ বেলুনে থাকা বায়ু পানিতে জায়গা দখল করে। তাই বলা যায়, বায়ুর আয়তন আছে। আবার বায়ুভর্তি বেলুন দুটিকে একটি দাঁড়িপালস্নায় দুই পাশে ঝুলিয়ে দাঁড়িপালস্নাটিকে আনুভূমিকভাবে সমান করা হলো। তারপর আলপিন দিয়ে একটি বেলুনকে ফুটো করে দিলে বেলুন থেকে বায়ু বেরিয়ে যায় এবং দাঁড়িপালস্নাটি ফোলানো বেলুনের দিকে হেলে পড়ে। অর্থাৎ ফোলানো বেলুনে বায়ু থাকায় তা বায়ুশূন্য বেলুনের চেয়ে ভারী। কাজেই বলা যায়, বায়ুর ওজন আছে। আবার একটি ফোলানো বেলুনে চাপ প্রয়োগ করলে ভেতরের বায়ু বেলুনটিকে চুপসে যেতে বাধা দেয়। অর্থাৎ বায়ু চাপ প্রয়োগে বাধা প্রধান করে। এভাবে বেলুনের সাহায্যে বায়ুর তিনটি বৈশিষ্ট্য প্রমাণ করে বলা যায়, বায়ু একটি পদার্থ।

প্রশ্ন : একটি গস্নাসে কিছু টিসু্য রাখি। এরপর গস্নাসটিকে উল্টা করে আস্তে আস্তে একটি পানির পাত্রে ডুবানোর চেষ্টা করি।

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১. টিসু্যসহ একটি গস্নাসকে পানির পাত্রে উল্টা করে রাখলে ভিতরে থাকা টিসু্যগুলোর কী হবে এবং কেন হবে?

২. এই পরীক্ষা থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়?

উত্তর :

১. টিসু্যসহ একটি গস্নাসকে পানির পাত্রে উল্টা করে রাখলে ভিতরে থাকা টিসু্যগুলো অপরিবর্তিত থাকবে। কারণ উপুড় করা গস্নাসের ভিতরে বায়ু থাকায় পানি গস্নাসে প্রবেশ করতে পারে না। যখন পদার্থ কোনো জায়গা দখল করে তখন ঐ জায়গাটি একই সাথে অন্য কোনো পদার্থ দখল করতে পারে না। তাই উপর্যুক্ত পরীক্ষায় পানি গস্নাসের ভিতরে থাকা টিসু্যকে স্পর্শ করতে পারে না এবং টিসু্যগুলো অপরিবর্তিত থাকবে।

২. এই পরীক্ষা থেকে বোঝা যায়, বায়ু জায়গা দখল করে, অর্থাৎ এর আয়তন আছে। এটি বায়ু তথা পদার্থের একটি অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

প্রশ্ন : পদার্থ কাকে বলে?

উত্তর : যার ওজন আছে এবং যা জায়গা দখল করে অর্থাৎ আয়তন আছে, তাই পদার্থ।

প্রশ্ন : কঠিন পদার্থের আয়তন পরিমাপের একক কী?

উত্তর : কঠিন পদার্থের আয়তন পরিমাপের একক ঘন সেন্টিমিটার বা ঘন মিটার।

প্রশ্ন : তরল পদার্থের আয়তন কোন একক দ্বারা প্রকাশ করা হয়?

উত্তর :তরল পদার্থের আয়তন মিলিলিটার বা লিটার একক দ্বারা প্রকাশ করা হয়।

প্রশ্ন : আমরা কখন কোনো বস্তুর ওজন অনুভব করি?

উত্তর : আমরা যখন কোনো বস্তুকে হাত দিয়ে উপরে তুলে ধরি তখন তার ওজন অনুভব করি।

প্রশ্ন : পৃথিবী পদার্থকে কোন দিকে টানতে থাকে?

উত্তর : পৃথিবী পদার্থকে তার কেন্দ্রের দিকে টানতে থাকে।

প্রশ্ন : বস্তুর ওজন পরিমাপের একক কী?

উত্তর :বস্তুর ওজন পরিমাপের একক হলো গ্রাম বা কিলোগ্রাম (কেজি)।

প্রশ্ন : আমরা কী দ্বারা বস্তুর ওজন পরিমাপ করতে পারি?

উত্তর : আমরা দাঁড়িপালস্না বা নিক্তি দ্বারা বস্তুর ওজন পরিমাপ করতে পারি।

প্রশ্ন : বায়ুপূর্ণ ফুটবলে আঘাত করলে কী ঘটে?

উত্তর : বায়ুপূর্ণ ফুটবলে আঘাত করলে আমরা ফুটবলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি।

প্রশ্ন : বায়ুপূর্ণ ফুটবলে চাপ দিলে তা চুপসে যায় না কেন?

উত্তর : বায়ুপূর্ণ ফুটবলে চাপ দিলে ফুটবলের ভেতরে থাকা বায়ু বিপরীতমুখী চাপ প্রয়োগ করে বলে বলটি চুপসে যায় না।

প্রশ্ন : আমরা কীভাবে বায়ুর অস্তিত্ব অনুভব করি?

উত্তর : বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তার অস্তিত্ব অনুভব করি।

প্রশ্ন : পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কী?

উত্তর : পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পদার্থ জায়গা দখল করে এবং পদার্থের ওজন আছে।

প্রশ্ন : বায়ু কী? ব্যাখ্যা করো।

উত্তর : বায়ু এক ধরনের পদার্থ।

আমরা বায়ু দেখতে পাই না। বায়ু যখন প্রবাহিত হয়, তখন এর অস্তিত্ব অনুভব করা যায়। এর ওজন আছে, আয়তন আছে অর্থাৎ বায়ু জায়গা দখল করে। আমরা জানি, পদার্থের ওজন আছে এবং তা জায়গা দখল করে। সুতরাং বায়ু একটি পদার্থ। তাছাড়া বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। এটিও বায়ুর একটি উলেস্নখযোগ্য বৈশিষ্ট্য।

প্রশ্ন : পরীক্ষা দ্বারা প্রমাণ কর পদার্থ জায়গা দখল করে।

উত্তর : পানিপূর্ণ একটি গস্নাসে কয়েকটি মার্বেল ফেলে গস্নাসে পানিপৃষ্ঠের উচ্চতা পরিবর্তন পর্যবেক্ষণ করে আমরা প্রমাণ করতে পারি, পদার্থ জায়গা দখল করে।

প্রয়োজনীয় উপকরণ : পানিসহ কাচের গস্নাস, একটি রাবার ব্যান্ড ও কয়েকটি মার্বেল।

পরীক্ষা পদ্ধতি : পানিসহ গস্নাসে রাবার ব্যান্ডের সাহায্যে পানির উপরিতল চিহ্নিত করি। এবার কয়েকটি মার্বেল গস্নাসের পানিতে ডুবিয়ে দিলে দেখা যায় পানির উপরিতল রাবার ব্যান্ড দ্বারা চিহ্নিত স্থানের উপর উঠে যায়। অর্থাৎ মার্বেলগুলো গস্নাসের পানিতে জায়গা দখল করে। ফলে মার্বেলের দখল করা জায়গা থেকে পানি সরে গিয়ে পানির উপরিতলের উচ্চতা বৃদ্ধি দ্বারা চিহ্নিত স্থানে নেমে আসে। কাজেই বলা যায়, পদার্থ (মার্বেল) জায়গা দখল করে।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে