শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাকৃবির ৬৬১ শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৫ অক্টোবর ২০২৩, ০০:০০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৬১ জন স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থী 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ'(এনএসটি)-এর জন্য নির্বাচিত হয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে ২০২৩-২৪ অর্থবছরের বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ১০ অক্টোবর প্রকাশিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান এই তিন গ্রম্নপে ফেলোশিপ দেওয়া হয়। এর মধ্যে খাদ্য ও কৃষি বিজ্ঞান গ্রম্নপে ফেলোশিপের জন্য মোট ১ হাজার ৭০৬ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। যার মধ্যে বাকৃবির ৬৫৯ জন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান গ্রম্নপে ফেলোশিপের জন্য মোট ৯২৫ শিক্ষার্থীর মধ্যে বাকৃবির দুই জন শিক্ষার্থী রয়েছেন। এ বছর বাকৃবি থেকে মোট ৬৬১ জন স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে