নাগরিক অধিকার
শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়
ক) নাগরিক অধিকার পূরণে আমরা অন্যকে সাহায্য করব।
খ) সামাজিক অধিকার নাগরিককে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দেয়।
গ) নাগরিক হিসেবে আমাদের কোনো অর্থনৈতিক অধিকার নেই।
ঘ) রাষ্ট্রে নাগরিকের স্বাধীনভাবে কোনো কিছু করার অধিকার নেই।
ঙ) আইন অনুযায়ী দেশের সকল নাগরিক সমান।
উত্তর: ক) 'শুদ্ধ' খ) 'শুদ্ধ' গ) 'অশুদ্ধ' ঘ) 'অশুদ্ধ' ঙ) 'শুদ্ধ'।
শূন্যস্থান পূরণ
ক. রাষ্ট্রের কাছে আমাদের সামাজিক, ও অর্থনৈতিক অধিকার আছে।
খ. নিজের ভাষায় কথা বলার অধিকার একটি সামাজিক অধিকার।
গ. রাষ্ট্র পরিচালনায় করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলে।
ঘ. রাষ্ট্রের দায়িত্ব নাগরিক পূরণ করা।
ঙ. রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের সম্পত্তি ও অধিকার আছে।
উত্তর:ক. রাজনৈতিক খ. মৌলিক গ. অংশগ্রহণ ঘ. অধিকার ঙ. অর্জন, ভোগের।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. সাধারণ অর্থে নাগরিক বলতে কাদের বোঝায়?
ক. নারী খ. রাষ্ট্রের সদস্য
গ. শিশু ঘ. পুরুষ সদস্য
উত্তর:খ. রাষ্ট্রের সদস্য
২. নিচের কোনটি সামাজিক অধিকার?
ক. বেঁচে থাকা খ. আয় করা
গ. অবকাশ ছুটি পাওয়া ঘ. নির্বাচিত হওয়া
উত্তর:ক. বেঁচে থাকা
৩. রাষ্ট্রের কাছ থেকে নাগরিকের বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করাকে কী বলে?
ক. নাগরিক চাহিদা খ. নাগরিক অধিকার
গ. নাগরিক কর্তব্য ঘ. নাগরিক সম্মাননা
উত্তর:খ. নাগরিক অধিকার
৪. বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা সাধারণত কয় ধরনের অধিকার ভোগ করি?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
উত্তর: খ. ৩
৫. ভাষা ও সংস্কৃতির অধিকার মানুষের কোন ধরনের অধিকার?
ক. অর্থনৈতিক অধিকার খ. রাজনৈতিক অধিকার
গ. সাংস্কৃতিক অধিকার ঘ. সামাজিক অধিকার
উত্তর: ঘ. সামাজিক অধিকার
৬. নাগরিক অধিকার গুরুত্বপূর্ণ কেন?
ক. বেশি আয় রোজগারের জন্য
খ. উন্নত ও মানসম্মত জীবনের জন্য
গ. সুনামের জন্য
ঘ. রোগমুক্ত থাকার জন্য
উত্তর: খ. উন্নত ও মানসম্মত জীবনের জন্য
৭. বরুণ চাকমা তাদের নিজস্ব ভাষায় কথা বলে। এটা তার কোন ধরনের অধিকার?
ক. অতিরিক্ত অধিকার খ. সামাজিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার ঘ. অর্থনৈতিক অধিকার
উত্তর: খ. সামাজিক অধিকার
৮. মামলার রায়ের ক্ষেত্রে বিচারকগণ ধনী-গরিব ভেদাভেদ করেন না। কেননা-
ক. আইন সবার জন্য সমান
খ. এতে রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন হয়
গ. আইন সবার জন্য সমান নয়
ঘ. বিচারকগণ অনভিজ্ঞ
উত্তর:ক. আইন সবার জন্য সমান
৯. প্রতিটি নাগরিকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন কেন?
ক. চাকরির জন্য খ. সম্মানের জন্য
গ. রাষ্ট্রের উন্নয়নের জন্য ঘ. দক্ষতা বৃদ্ধির জন্য
উত্তর: গ. রাষ্ট্রের উন্নয়নের জন্য
১০. নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কোন ধরনের অধিকার? জ
ক. সামাজিক খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক ঘ. সাংস্কৃতিক
উত্তর:গ. রাজনৈতিক
১১. রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ নাগরিকের কোন ধরনের অধিকার? ছ
ক. সামাজিক খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক ঘ. সাংস্কৃতিক
উত্তর:খ. রাজনৈতিক
১২. নাগরিককে তার কাজ করতে গিয়ে কোন বিষয়টি খেয়াল রাখতে হয়?
ক. অন্যের যেন ক্ষতি না হয়
খ. অন্যের যেন লাভ হয়
গ. নিজের কাজের যেন সফলতা আসে
ঘ. অন্যের যেন ক্ষতি হয়
উত্তর: ক. অন্যের যেন ক্ষতি না হয়
১৩. বাংলাদেশের নাগরিকেরা কত বছর বয়সে ভোট দিতে পারবে? ছ
ক. ১৬ বছর খ. ১৮ বছর
গ. ২০ বছর ঘ. ২২ বছর
উত্তর:খ. ১৮ বছর
১৪. বাংলাদেশের নাগরিক কত বছর বয়সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে?
ক. ২৫ খ. ২৮
গ. ৩০ ঘ. ৩৫
উত্তর:ক. ২৫
১৫. করিম মাঝি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এটা তার কোন ধরনের অধিকার?
ক. সামাজিক খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক ঘ. সাংস্কৃতিক
উত্তর:খ. রাজনৈতিক
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়