বীরপুরুষ
\হ
শিশুরা কল্পনা করতে ভালোবাসে। এই কবিতাটিও তেমনি এক ছোট্ট শিশুর কল্পনা। কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায়। পথে সে ডাকাতদের মোকাবিলা করে, বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে।
শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য লিখি।
টগবগিয়ে, রাঙা, পাট, জোড়াদিঘি, স্মরণ, বেয়ারা, (বেহারা) থরোথরো, ঝনঝনিয়ে, দুর্দশা, সোঁতা।
উত্তর :
প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।
ক) খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে?
উত্তর : খোকা মাকে নিয়ে অনেক দূর বিদেশে যাচ্ছে।
খ) মা ও খোকা কীভাবে যাচ্ছে?
উত্তর : মা পালকি চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে যাচ্ছে। খোকা রাঙা ঘোড়ায় চড়ে টগবগিয়ে ধুলো উড়িয়ে মায়ের পালকির পাশে পাশে যাচ্ছে।
গ) তারা কখন জোড়াদিঘির ঘাটে পৌঁছাল? এমন সময় কী ঘটল?
উত্তর : সূর্য পাটে নেমে যখন সন্ধ্যা হলো তখন তারা জোড়াদিঘির ঘাটে পৌঁছাল। তারা যখন সেখানে পৌঁছাল তখন চারদিক ছিল জনমানবহীন। হঠাৎ 'হাঁরে রে-রে-রে- রে' হাঁক ছেড়ে একদল ডাকাত তাদের আক্রমণ করল।
ঘ) বেয়ারারা কোথায় পালাল?
উত্তর : বেয়ারারা ডাকাতের ভয়ে পালকি ছেড়ে পাশের কাঁটাবনে গিয়ে পালাল।
ঙ) 'ভাগ্যে খোকা সঙ্গে ছিল'- মা একথা বললেন কেন?
উত্তর : ডাকাতদের সঙ্গে সাহসিকতার সঙ্গে লড়াই করে খোকা মাকে রক্ষা করে। খোকা না থাকলে ডাকাতদল সবার উপর ঝাঁপিয়ে পড়ত এবং সবাইকে অনেক দুর্দশার শিকার হতে হতো। মা তাই খোকার সঙ্গে থাকাকে সৌভাগ্য বলে মনে করেছেন।
চ) বীরপুরুষ কে? সে কাদের হারিয়ে বীরপুরুষ হলো?
উত্তর : 'বীরপুরুষ' কবিতার খোকা হলো বীরপুরুষ। ভয়ংকর একদল ডাকাত খোকাদের আক্রমণ করেছিল। খোকা তাদের হারিয়ে বীরপুরুষ হলো।
নিচের শব্দগুলোর মধ্যে অর্থের পার্থক্য জেনে নিই ও শব্দ দিয়ে তৈরি বাক্যগুলো শুদ্ধ উচ্চারণে পড়ি।
কাটা- অঘ্রাণ মাসে ধান কাটা শেষ হয়েছে।
কাঁটা- চোরাকাঁটায় মাঠ ভরে আছে।
কোন- তুমি কোন কাজ করবে?
কোণ- ঘরের কোণে বসে থাকলে চলবে না, কাজে
নেমে পড়।
বিপরীত শব্দ জেনে নিই ও বাক্য তৈরি করি।
'বীরপুরুষ' কবিতায় 'ধূ-ধূ' শব্দ আছে, এ রকম আরও শব্দের ব্যবহার জেনে নিই।
ধূ-ধূ- চারদিকে মানুষজন নেই, গ্রামটা যেন ধূ-ধূ করছে।
হু-হু- হু-হু করে হাওয়া বইছে।
সোঁ-সোঁ- সোঁ-সোঁ করে বাতাস ছুটেছে।
ঝনঝন- কাচের আয়নাটা ঝনঝন করে ভেঙে গেল।
ভনভন- ময়লা জায়গাটায় ভনভন করে মাছি উড়ছে।
সঠিক উত্তরটি খাতায় লেখ।
১) মা কিসে চড়ে যাচ্ছিলেন?
ক. ঘোড়ার পিঠে খ. পালকিতে
গ. হাতির পিঠে ঘ. নৌকায়
উত্তর :খ. পালকিতে
২) ঘোড়ার খুরের আঘাতে কী উড়ে আসে?
ক. মাটি খ. কাদা
গ. ধুলো ঘ. পানি
উত্তর : গ. ধুলো
৩) জোড়াদিঘির মাঠটি ছিল-
ক. কোলাহলপূর্ণ খ. নির্জন
গ. আলোকিত ঘ. মানুষে ভরা
উত্তর :খ. নির্জন
৪) বেয়ারাগুলো কী করেছিল?
ক. মাকে পাহারা দিয়েছিল
খ. ডাকাতদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল
গ. খোকার যুদ্ধ দেখছিল
ঘ. ভয়ে পালিয়েছিল
উত্তর : ঘ. ভয়ে পালিয়েছিল
নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা কর।
পালকি, সূর্য, স্মরণ।
উত্তর :