বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার ৪ ডিসেম্বর তার কার্যালয়ের সামনে সব শিক্ষক-কর্মকতা-কর্মচারীর উপস্থিতিতে এই লোগো উন্মোচন করেন। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোগো উন্মোচন অনুষ্ঠানে বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডক্টর নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ডক্টর শফিকুল আলমসহ বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাউবির আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। পরে, নতুন লোগো সংবলিত বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য।