প্রশ্ন :হংকংয়ের নতুন প্রধান নির্বাহী কে?
উত্তর :জন লি কা-চিউ
প্রশ্ন :পাকিস্তানের ৩৭তম পররাষ্ট্রমন্ত্রী কে?
উত্তর :বিলাওয়াল ভুট্টো
প্রশ্ন :২৬ মে ২০২২ পর্যন্ত রাশিয়া কোন দেশে বিদু্যৎ ও গ্যাস রপ্তানি বন্ধ করে দেয়?
উত্তর :ফিনল্যান্ড
প্রশ্ন :প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ-
উত্তর :রাশিয়া
প্রশ্ন :বিদু্যৎ উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ-
উত্তর :চীন
প্রশ্ন :গম রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ-
উত্তর :রাশিয়া
প্রশ্ন :বিশ্বে গম উৎপাদনে শীর্ষ দেশ-
উত্তর :চীন
প্রশ্ন :এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (অওওই) বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর :৯১টি
প্রশ্ন :২৯ এপ্রিল ২০২২ কোন দেশ অওওই'র ৯০তম সদস্য পদ লাভ করে?
উত্তর :তিউনিসিয়ায়
প্রশ্ন :৪ মে ২০২২ কোন দেশ অওওই'র ৯১তম সদস্যপদ লাভ করে?
উত্তর :মরক্কো
প্রশ্ন :চারদেশীয় জোট কোয়াডের সদস্য নয় কোন দেশ?
উত্তর :সিঙ্গাপুর
প্রশ্ন :১৮ মে ২০২২ কোন দুটি দেশ ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেন?
উত্তর :ফিনল্যান্ড ও সুইডেন
প্রশ্ন :আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (ওঐঙ) বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর :৯৮টি
প্রশ্ন :৩ মে ২০২২ কোন দেশ ওঐঙ'র ৯৮তম সদস্য পদ লাভ করে?
উত্তর :আলবেনিয়া
প্রশ্ন :সামরিক ব্যয়ে শীর্ষ দেশ-
উত্তর :যুক্তরাষ্ট্র
প্রশ্ন :প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ-
উত্তর :ভারত
প্রশ্ন :প্রবাসী আয়ের উৎসে শীর্ষ দেশ-
উত্তর :যুক্তরাষ্ট্র
প্রশ্ন :প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর :সপ্তম
প্রশ্ন : টেস্টে পাঁচ হাজার রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার কে?
উত্তর :মুশফিকুর রহিম
প্রশ্ন : টেস্টে পাঁচ হাজার রান করা প্রথম ক্রিকেটার কে?
উত্তর : জ্যাক হবস