শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
  ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম অধ্যায়

১৯. একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে কোন বিষয়টি অবশ্যই জানতে হবে?

ক. সম্পদের সুষ্ঠু ব্যবহার

খ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

গ. বিশ্বগ্রাম

ঘ. বিশ্বায়ন

উত্তর :খ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

২০. মানুষের যন্ত্রের ওপর নির্ভরতার ফলে-

র. প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমে গেছে

রর. জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে

ররর. কর্মসংস্থান হ্রাস পাচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

২১. বর্তমান যুগে টিকে থাকতে যেসব দক্ষতা আয়ত্ত করা প্রয়োজন-

র. জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা

রর. যোগাযোগের দক্ষতা

ররর. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : গ. রর ও ররর

২২. নতুন তথ্য সৃষ্টি করতে কোনটির প্রয়োজন?

ক. ইন্টারনেটের জগতে প্রবেশ

খ. জ্ঞান আহরণ

গ. তথ্যপ্রযুক্তির বিনাশ

ঘ. তথ্যপ্রযুক্তির জগতে প্রবেশ

উত্তর : ক. ইন্টারনেটের জগতে প্রবেশ

২৩. ফেসবুকের নির্মাতা কে?

ক. স্টিভ জবস খ. বিল গেটস

গ. মার্ক জাকারবার্গ  ঘ. টিম বার্নার্স লি.

উত্তর : গ. মার্ক জাকারবার্গ

২৪. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা অর্জন করলে-

র. জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করা সম্ভব হবে

রর. নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না

ররর. তথ্য সংগ্রহ করতে পারবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :খ. র ও ররর

২৫. মেমোরি কত প্রকার?

ক. এক খ. দুই

গ. তিন ঘ. চার

উত্তর :খ. দুই

২৬. চার্লস ব্যাবেজ কে ছিলেন?

ক. প্রকৌশলী ও গণিতবিদ  খ. চিত্রকর

গ. গবেষক  ঘ. শিক্ষক

উত্তর :ক. প্রকৌশলী ও গণিতবিদ

২৭. চার্লস ব্যাবেজের জন্ম কত সালে?

ক. ১৭৯১ খ. ১৭৯২

গ. ১৭৯৩ ঘ. ১৮৫২

উত্তর : ক. ১৭৯১

২৮. চার্লস ব্যাবেজের মৃতু্য হয় কত সালে?

ক. ১৮১৫ খ. ১৮৪২

গ. ১৮৫২ ঘ. ১৮৭১

উত্তর : ঘ. ১৮৭১

২৯. ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে?

ক. চার্লস ব্যাবেজ খ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

গ. মার্ক জাকারবার্গ ঘ. অ্যাডা লাভলেস

উত্তর: ক. চার্লস ব্যাবেজ

৩০. অহধষুঃরপধষ ঊহমরহব গণনা যন্ত্রটি কে আবিষ্কার করেন?

ক. স্টিভ জজনিয়াক খ. চার্লস ব্যাবেজ

গ. বিল গেটস ঘ. মার্ক জাকারবার্গ

উত্তর :খ. চার্লস ব্যাবেজ

৩১. চার্লস ব্যাবেজের তৈরি করা গণনা যন্ত্রটির নাম কী?

ক. উরভভবৎবহপব ঊহমরহব ধহফ অহধষুঃরপধষ ঊহমরহব

খ. ঈধষপঁষধঃড়ৎ ধহফ ঈধষপঁষধঃরড়হ

গ. জধফরড়

ঘ. গরপৎড়-বষবপঃৎড়হরপং

উত্তর :ক. উরভভবৎবহপব ঊহমরহব ধহফ অহধষুঃরপধষ ঊহমরহব

৩২. ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন-এ যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে?

ক. চৌম্বকীয় বলের মতো

খ. যান্ত্রিকভাবে গণনা করতে পারে

গ. কম্পিউটারের মতো কাজ করে

ঘ. গাড়ির ইঞ্জিনের মতো কাজ করে

উত্তর :খ. যান্ত্রিকভাবে গণনা করতে পারে

৩৩. চার্লস ব্যাবেজের তৈরি করা প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়?

ক. লন্ডনের বিজ্ঞান জাদুঘরে 

খ. ইতালিতে

গ. জার্মানিতে 

ঘ. রাশিয়াতে

উত্তর :ক. লন্ডনের বিজ্ঞান জাদুঘরে

৩৪. কত সালে উরভভবৎবহপব ইঞ্জিন এবং অহধষুঃরপধষ ইঞ্জিন তৈরি করা হয়?

ক. ১৭৯১ খ. ১৮১৫

গ. ১৮৭১ ঘ. ১৯৯১

উত্তর :ঘ. ১৯৯১

৩৫. ডিজিটাল বাংলাদেশ তৈরির চূড়ান্ত লক্ষ্য কী?

ক. সব শ্রেণির, সব ধরনের মানুষের জীবনের মানোন্নয়ন

খ. সুবিচার নিশ্চিত করা

গ. সব ক্ষেত্রে স্বচ্ছতা

ঘ. সব ক্ষেত্রে দায়বদ্ধতা

উত্তর :ক. সব শ্রেণির, সব ধরনের মানুষের জীবনের মানোন্নয়ন

৩৬. কত সালে চার্লস ব্যাবেজের সঙ্গে অ্যাডা লাভলেসের পরিচয় হয়?

ক. ১৮১৫ খ. ১৮৩৩

গ. ১৮৪২ ঘ. ১৮৫২

উত্তর : খ. ১৮৩৩

৩৭. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?

ক. স্টিভ জবস খ. চার্লস ব্যাবেজ

গ. অ্যাডা লাভলেস  ঘ. লর্ড বায়রন

উত্তর :গ. অ্যাডা লাভলেস

৩৮. কত সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?

ক. ১৭৯১ খ. ১৮১৫

গ. ১৮৪২ ঘ. ১৮৭১

উত্তর :গ. ১৮৪২

৩৯. ১৮৪২ সালে চার্লস ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তার তৈরি করা ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?

ক. এমআইটিএস 

খ. তুরিন বিশ্ববিদ্যালয়

গ. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

ঘ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

উত্তর :খ. তুরিন বিশ্ববিদ্যালয়

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে