মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এসএসসি ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

১। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কোন ভূগোলবিদ?

ক) অধ্যাপক ম্যাকনি

খ) অধ্যাপক ডাডলি স্ট্যাম্প

গ) অধ্যাপক কার্ল রিটার

ঘ) রিচার্ড হার্টশোন

উত্তর : গ) অধ্যাপক কার্ল রিটার

২। এবড়মৎধঢ়যু শব্দটি প্রথম ব্যবহার করেন কে?

ক) অধ্যাপক ম্যাকনি খ) অ্যাকারমেন

গ) ইরাটস থেনিস ঘ) সি.সি. পার্ক

উত্তর :গ) ইরাটস থেনিস

৩। পরিবেশের উপাদান কয় প্রকার?

ক) দুই খ) তিন

গ) চার ঘ) পাঁচ

উত্তর :ক) দুই

৪। কোনটি পরিবেশের জড় উপাদান?

র. পাহাড়-পর্বত রর. মাটি-পানি ররর. কীট-পতঙ্গ

নিচের কোনটি সঠিক?

ক) র খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৫। অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের জন্য কোন বিশেষ জ্ঞান প্রয়োজন?

ক) ভূগোল ও পরিবেশ খ) প্রকৃতি ও বিজ্ঞান

গ) সামাজিক জ্ঞান ঘ) পারিপার্শ্বিক জ্ঞান

উত্তর : ক) ভূগোল ও পরিবেশ

৬। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংজ্ঞা দিয়েছেন?

ক) ১৯৬০ খ) ১৯৬৪

গ) ১৯৬৫ ঘ) ১৯৭০

উত্তর :গ) ১৯৬৫

৭। পৃথিবী সৃষ্টির শুরুতে পরিবেশের উপাদান ছিল-

ক) মাটি, পানি খ) ঘরবাড়ি

গ) দালান-কোঠা ঘ) মানুষজন

উত্তর : ক) মাটি, পানি

৮। যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের কী বলে?

ক) গ্রহ খ) নক্ষত্র

গ) উপগ্রহ ঘ) গ্যালাক্সি

উত্তর :খ) নক্ষত্র

৯। পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব কত?

ক) প্রায় ৮ কোটি কি. মি. খ) প্রায় ১২ কোটি কি. মি.

গ) প্রায় ১৩ কোটি কি. মি. ঘ) প্রায় ১৫ কোটি কি. মি.

উত্তর :ঘ) প্রায় ১৫ কোটি কি. মি.

১০। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?

ক) প্রক্সিমা সেন্টারাই খ) বুধ

গ) সূর্য ঘ) ট্রাইটন

উত্তর :গ) সূর্য

১১। বিষুবরেখার আরেক নাম কী?

ক) মকরক্রান্তি খ) কর্কটক্রান্তি

গ) কুমেরুবৃত্ত ঘ) মহাবৃত্ত

উত্তর :গ) কুমেরুবৃত্ত

১২। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?

ক) প্রক্সিমা সেনটোরাই খ) বুধ

গ) পৃথিবী ঘ) ট্রাইটন

উত্তর :ক) প্রক্সিমা সেনটোরাই

১৩। পৃথিবী থেকে প্রক্সিমা সেনটোরাইয়ের দূরত্ব কত?

ক) প্রায় ২ আলোকবর্ষ খ) প্রায় ৩.৫ আলোকবর্ষ

গ) প্রায় ৪ আলোকবর্ষ ঘ) প্রায় ৪.২ আলোকবর্ষ

উত্তর : ঘ) প্রায় ৪.২ আলোকবর্ষ

১৪। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত?

ক) প্রায় ৭ মি. ১৯ সে. খ) প্রায় ৮ মি. ১৯ সে.

গ) প্রায় ৯ মি. ১৭ সে. ঘ) প্রায় ৯ মি. ১৮ সে.

উত্তর : খ) প্রায় ৮ মি. ১৯ সে.

১৫। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কি. মি.?

ক) ২ লাখ খ) ২.৫ লাখ

গ) ৩ লাখ ঘ) ৪ লাখ

উত্তর :গ) ৩ লাখ

১৬। নিচের কোনগুলো নক্ষত্রমন্ডলী?

র. সপ্তর্ষীমন্ডল রর. কালপুরুষ ররর. ক্যাসিওপিয়া

নিচের কোনটি সঠিক?

ক) র খ) ররর

গ) র ও রর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

১৭। গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?

ক) নীহারিকা খ) ছায়াপথ

গ) উল্কা ঘ) ধূমকেতু

উত্তর :খ) ছায়াপথ

১৮। হ্যালির ধূমকেতু প্রতি কত বছরে একবার দেখা যায়?

ক) ৫৬ বছরে খ) ৭৬ বছরে

গ) ৮৬ বছরে ঘ) ৯৬ বছরে

উত্তর :খ) ৭৬ বছরে

১৯। সর্বশেষ কত সালে হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল?

ক) ১৯১০ খ) ১৯২৬

গ) ১৯৭৬ ঘ) ১৯৮৬

উত্তর :ঘ) ১৯৮৬

২০। গ্রহের বৈশিষ্ট্য হলো-

র. এদের নিজেদের কোনো আলো বা তাপ নেই

রর. এরা তারার মতো মিটমিট করে জ্বলে

ররর. সূর্যকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে

নিচের কোনটি সঠিক?

ক) র খ) র ও রর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :গ) র ও ররর

২১। টাইটান কোন গ্রহের উপগ্রহ?

ক) শনি খ) ইউরেনাস

গ) মঙ্গল ঘ) নেপচুন

উত্তর :ক) শনি

২২। সূর্য কোন বর্ণের নক্ষত্র?

ক) লাল খ) কমলা

গ) হলুদ ঘ) আকাশি

উত্তর :গ) হলুদ

২৩। সূর্যের ব্যাস কত?

ক) ১০ লাখ ৮০ হাজার কি. মি.

খ) ১৩ লাখ ৮৪ হাজার কি. মি.

গ) ১৫ লাখ ৮৩ হাজার কি. মি.

\হঘ) ১৭ লাখ ৪৮ হাজার কি. মি.

উত্তর : খ) ১৩ লাখ ৮৪ হাজার কি. মি.

২৪। সূর্যকে কেন্দ্র করে কয়টি গ্রহ ঘুরছে?

ক) ৬টি খ) ৭টি

গ) ৮টি ঘ) ৯টি

উত্তর :গ) ৮টি

২৫। সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি?

ক) বৃহস্পতি খ) বুধ

গ) মঙ্গল ঘ) শনি

উত্তর :ক) বৃহস্পতি

২৬। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

ক) বুধ খ) মঙ্গল

গ) শনি ঘ) শুক্র

উত্তর :খ) মঙ্গল

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে