সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

জোসেফ স্তালিন (১৮ ডিসেম্বর, ১৮৭৮-৫ মার্চ, ১৯৫৩) একজন জর্জীয় সাম্যবাদী রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯২৪ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত প্রায় ২৯ বছর সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা ছিলেন। তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে দীর্ঘতম নেতা।
শিক্ষা জগৎ ডেস্ক
  ০২ মার্চ ২০২৪, ০০:০০

প্রশ্ন :জার্মানির প্রাচীন রাজাদের উপাধি ছিল-

উত্তর : কাইজার

প্রশ্ন : 'রুশ বিপস্নব' বা বলশেভিক বিপস্নব সংঘটিত হয়-

উত্তর : ১৯১৭ সালে

প্রশ্ন : রাশিয়ার প্রাচীন রাজাদের উপাধি ছিল-

উত্তর : জার

প্রশ্ন : জার শাসনের অবসান ঘটে-

উত্তর : ১৯১৭ সালে

প্রশ্ন : সাড়া জাগানো রুশ বিপস্নবের স্থায়িত্বকাল ছিল-

উত্তর : ১০ দিন

প্রশ্ন : উন্নয়নে 'পঞ্চবার্ষিকী পরিকল্পনার' প্রবর্তক-

উত্তর : স্তালিন

প্রশ্ন : ১৯১৭ সালে সংগঠিত রুশ বিপস্নবের নেতৃত্ব দেন-

উত্তর : লেনিন

প্রশ্ন : টটোস্কি নেতা ছিলেন-

উত্তর : রাশিয়ার

প্রশ্ন : 'গস্নাসনস্ত' ও পেরেস্ত্রইকা'নীতির প্রবক্তা-

উত্তর : মিখাইল গর্বাচেভ

প্রশ্ন : 'গস্নাসনস্ত' ও পেরেস্ত্রইকা'নীতি ঘোষণা করা হয়-

উত্তর : ১৯৮৫ সালে

প্রশ্ন : সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘোষণা করা হয়-

উত্তর : ২১ ডিসেম্বর, ১৯৯১

প্রশ্ন : সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে গঠিত হয়-

উত্তর : ১৫টি রাষ্ট্র

প্রশ্ন : অখন্ড ইউরোপের প্রবক্তা-

উত্তর : মিখাইল গর্বাচেভ

প্রশ্ন : জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট-

উত্তর : বরিস ইয়েলৎসিন (গণতান্ত্রিক প্রথম প্রেসিডেন্ট)

প্রশ্ন : ইন্টার ফ্যাক্স-

উত্তর : রাশিয়ার বার্তা সংস্থা

প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন-

উত্তর : স্তালিন

প্রশ্ন : ফরাসি বিপস্নব অনুষ্ঠিত হয়-

উত্তর : ১৭৮৯ সালে (১৪ জুলাই)

প্রশ্ন : ফরাসি বিপস্নবের সূচনা হয়-

উত্তর : বাস্তিল দুর্গ আক্রমণের মধ্যদিয়ে

প্রশ্ন : নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট নিযুক্ত হন-

উত্তর : ১৮০২ সালে

প্রশ্ন : 'ওয়াটার লু' যুদ্ধ হয়-

উত্তর : ১৮১৫ সালে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে