সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ০২ মার্চ ২০২৪, ০০:০০

৫৮। 'তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার

ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর'-

'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কুকুরের আর্তনাদ কীসের প্রতীক?

ক) স্বাধীনতার খ) প্রাকৃতিক প্রতিবাদের

গ) ধ্বংসের ঘ) গণহত্যার

সঠিক উত্তর :খ) প্রাকৃতিক প্রতিবাদের

৫৯। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার রুস্তম শেখ কাদের প্রতিনিধিত্ব করে?

ক) জেলেদের খ) কৃষকদের

গ) রিকশাওয়ালাদের ঘ) শ্রমজীবী মানুষের

সঠিক উত্তর :ঘ) শ্রমজীবী মানুষের

৬০। ছাত্রাবাস, বস্তি উজাড় হলো কেন?

ক) পাকিস্তানি সেনাবাহিনীর বীভৎস আক্রমণে

খ) পাকিস্তানিদের আক্রমণের ভয়ে সকলেই

\হলোকালয়ে ছেড়েছিল বলে

গ) দলে দলে ছাত্র মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল বলে

ঘ) বস্তিবাসীরা নিরাপত্তার জন্য অন্যত্র সরে গিয়েছিল বলে

সঠিক উত্তর : ক) পাকিস্তানি সেনাবাহিনীর বীভৎস আক্রমণে

৬১। 'সাকিনা বিবির কপাল ভাঙল'- চরণটি 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) বিধবা হওয়া অর্থে

খ) সহায়-সম্বল-সম্ভ্রম বিসর্জিত হওয়া অর্থে

গ) অনাথ হওয়া অর্থে

ঘ) উদ্বাস্তু হওয়া অর্থে

সঠিক উত্তর :খ) সহায়-সম্বল-সম্ভ্রম বিসর্জিত হওয়া অর্থে

৬২। 'স্বাধীনতা সোনার কাঠি, খোদার সুধা দান

স্পর্শে তাহার নেচে ওঠে, শূন্য দেহে প্রাণ

-উদ্দীপকে প্রকাশিত দিকটির সঙ্গে 'তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা' কবিতার কোন পঙ্‌ক্তির ভাবগত সাদৃশ্য রয়েছে?

ক) স্বাধীনতা, তোমার জন্যে থুত্থুড়ে এক বুড়ো

উদাস দাওয়ায় বসে আছেন ্ততার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক।

খ) তোমার জন্যে মোলস্নাবাড়ির বিধবা দাঁড়িয়ে আছে

নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের

গ) আর রাইফেল কাঁধে বনে-জঙ্গলে ঘুরে বেড়ানো

সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে।

ঘ) সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা

সঠিক উত্তর : ক) স্বাধীনতা, তোমার জন্যে থুত্থুড়ে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন ্ততার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক।

৬৩। দগ্ধ হওয়া লোকালয় প্রবীণ বাঙালির আলোকিত চোখে অগ্নি ঝরিয়েছে- 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার কোন চরণে?

ক) তুমি আসবে বলে, হে স্বাধীনতা, ছাত্রাবাস, বস্তি উজাড় হলো

খ) অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা-মাতার লাশের উপর।

গ) তোমার জন্যে থুত্থুড়ে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল

ঘ) তোমার জন্যে মোলস্নাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের।

সঠিক উত্তর : গ) তোমার জন্যে থুত্থুড়ে এক বুড়ো

উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল

৬৪। স্বাধীনতাকে ছিনিয়ে আনার দৃঢ় প্রত্যয় 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার কোন চরণে ফুটে উঠেছে?

ক) তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?

খ) তুমি আসবে বলে, হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল

গ) সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা।

ঘ) এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।

সঠিক উত্তর : ঘ) এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।

৬৫। কবি শামসুর রাহমানের জন্ম তারিখ-

(ক) ১৯১৯ সালের ২৪ অক্টোবর

(খ) ১৯২৯ সালের ২৪ আগস্ট

(গ) ১৯২৯ সালের ২৪ অক্টোবর

(ঘ) ১৯২৩ সালের ২৪ অক্টোবর

সঠিক উত্তর : (গ) ১৯২৯ সালের ২৪ অক্টোবর

৬৬। কবি শামসুর রাহমান পেশায় ছিলেন একজন-

(ক) শিক্ষক (খ) সাংবাদিক

(গ) বুদ্ধিজীবী (ঘ) সরকারি কর্মকর্তা

সঠিক উত্তর : (খ) সাংবাদিক

৬৭। কবি শামসুর রাহমান কত সালে মৃতু্যবরণ করেন?

(ক) ২০০৪ (খ) ২০০৫

(গ) ২০০৭ (ঘ) ২০০৬

সঠিক উত্তর : (ঘ) ২০০৬

৬৮। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

(ক) বন্দি শিবির থেকে (খ) আমি অনাহারী

(গ) বাংলাদেশ স্বপ্ন দ্যাখে (ঘ) দুঃসময়ের মুখোমুখি

সঠিক উত্তর : (ক) বন্দি শিবির থেকে

৬৯। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় 'স্বাধীনতা' শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?

(ক) ১০ বার (খ) ১১ বার

(গ) ৯ বার (ঘ) ১২ বার

সঠিক উত্তর : (খ) ১১ বার

৭০। শহরের বুকে কোন রঙের ট্যাঙ্ক এলো?

(ক) নীল (খ) লাল

(গ) জলপাই (ঘ) সবুজ

সঠিক উত্তর : (গ) জলপাই

৭১। কীসের জন্য সাকিনা বিবির কপাল ভাঙল?

(ক) স্বাধীনতার জন্য (খ) পরাধীনতার জন্য

(গ) পাকসেনাদের জন্য (ঘ) সাহসিকতার জন্য

সঠিক উত্তর : (ক) স্বাধীনতার জন্য

৭২। হরিদাসী কোন ধর্মের?

(ক) ইসলাম (খ) খ্রিষ্টান

(গ) বৌদ্ধ (ঘ) সনাতন

সঠিক উত্তর : (ঘ) সনাতন

৭৩। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় 'হে স্বাধীনতা' কথাটি কতবার ব্যবহৃত হয়েছে?

(ক) ৭ বার (খ) ৯ বার

(গ) ৬ বার (ঘ) ৮ বার

সঠিক উত্তর : (ঘ) ৮ বার

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে