সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ববিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫০টি আসন বাড়ানো হয়েছে

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৩ মার্চ ২০২৪, ০০:০০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫০টি আসন বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪২তম এবং সিন্ডিকেটের ৮২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৫০টি আসন বৃদ্ধির ফলে ৬টি অনুষদের ২৫টি বিভাগে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭০টি। বিশ্বদ্যিালয় কর্তৃপক্ষ চলতি শিক্ষাবর্ষে বর্ধিত আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

২০১১-১২ শিক্ষাবর্ষে ৬টি বিষয়ে স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরুর মধ্য দিয়ে বরিশাল বিশ্বদ্যিালয়ের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকালে আসন সংখ্যা ছিল মাত্র ৬২০টি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এরপর থেকে ধারাবাহিকভাবে আসন সংখ্যা বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে