শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ০৪ মার্চ ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১২১. ১৯৭৭ সালে - জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে।

উত্তর : ৮ মার্চকে

১২২. - প্রতিবেদনে বিভিন্ন নারী নির্যাতন সম্পর্কে জানা যায়।

উত্তর : অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

১২৩. - সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে।

উত্তর : ২০১২

১২৪. বাংলাদেশের জনসংখ্যার শতকরা - নারী।

উত্তর : ৪৯ ভাগ

১২৫. নারী জাগরণের অগ্রদূত বলা হয় -।

উত্তর : বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে

১২৬. নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও - রয়েছে।

উত্তর : কর্তব্য

১২৭. আইন অমান্য করলে ভোগ করতে হয় -।

উত্তর :শাস্তি

১২৮. নাগরিকদের রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য নিয়মিত - দেওয়া উচিত।

উত্তর :কর

১২৯. আমাদের দেশে নাগরিকরা - বছর বয়স হলে ভোট দিতে পারে।

উত্তর :১৮

১৩০. দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের - ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া উচিত।

উত্তর :সৎ

১৩১. সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা - দায়িত্ব।

উত্তর : প্রত্যেক মা-বাবার

১৩২. - পথচলা দুর্ঘটনার অন্যতম কারণ।

উত্তর : অসাবধানে

১৩৩. দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে এবং রাস্তায় চলার নিয়মগুলো মেনে চলার - করতে হবে।

উত্তর : অভ্যাস

১৩৪. রাস্তা পারাপারের - ব্যবহার করা উচিত।

উত্তর : ফুটওভার ব্রিজ

১৩৫. আমরা - ব্যবহারে সতর্ক থাকব।

উত্তর : আগুন

১৩৬. অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সে সিদ্ধান্তকে সম্মান করাকেই - মনোভাব বলে।

উত্তর : গণতান্ত্রিক

১৩৭. সবার - ভিত্তিতে দলনেতা নির্বাচন করা উচিত।

উত্তর : ঐকমত্যের

১৩৮. শ্রেণিকক্ষে গণতন্ত্রচর্চার একটি উপায় হলো সবার মতামতের ভিত্তিতে শিক্ষক নির্বাচিত করবেন -।

উত্তর : শ্রেণিনেতা

১৩৯. গণতন্ত্র শাসন -।

উত্তর : জনগণের

১৪০. গণতন্ত্রের মূলকথা হলো সবার মতকে সম্মান করা এবং অধিকাংশের মত অনুসারে - নেওয়া।

উত্তর : সিদ্ধান্ত

১৪১. - আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

উত্তর : গণতন্ত্র

১৪২. গণতন্ত্রের বৈশিষ্ট্য হলো অন্যের - সম্মান করা।

উত্তর : মতামতকে

১৪৩. দলে কাজ করতে হলে - নির্বাচন করতে হয়।

উত্তর : দলনেতা

১৪৪. বাড়িতে সকলে মিলে আলোচনা করে - নিব।

উত্তর : সিদ্ধান্ত

১৪৫. আমরা সকল ক্ষেত্রে - আচরণ করব।

উত্তর : গণতান্ত্রিক

১৪৬. বাংলাদেশে গারোরা - ও উত্তর-পূর্বাঞ্চলে বাস করে।

উত্তর : উত্তর

১৪৭. গারো সমাজ -।

উত্তর : মাতৃতান্ত্রিক

১৪৮. গারোদের অধিকাংশ বর্তমানে -।

উত্তর : খ্রিষ্ট ধর্মাবলম্বী

১৪৯. গারোদের ঐতিহ্যবাহী খাবারের নাম -।

উত্তর : বাঁশ কোড়ল

১৫০. গারোদের প্রধান উৎসবের নাম-।

উত্তর : ওয়াংগালা'

১৫১. খাসিয়াদের প্রধান দেবতার নাম -।

উত্তর : 'উবস্নাই নাংথউ'

১৫২. ম্রোরা - ধর্মাবলম্বী।

উত্তর : বৌদ্ধ

১৫৩. বাংলাদেশের ত্রিপুরারা - সমাজের অধিকারী।

উত্তর : পিতৃতান্ত্রিক

১৫৪. পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরারা - ধর্মের অনুসারী।

উত্তর : সনাতন

১৫৫. ত্রিপুরারা গ্রামের সব লোকের মঙ্গলের জন্য - পূজা করে।

উত্তর : কের

১৫৬. ত্রিপুরারা বাংলা বছরের শেষ দুই দিন - উৎসব পালন করে।

উত্তর : বৈসু

১৫৭. ওঁরাওদের প্রধান উৎসবের নাম -।

উত্তর : 'ফাগুয়া'

১৫৮. পৃথিবীতে মোট দেশ রয়েছে -।

উত্তর : ১৯৬টি

১৫৯. নিজ দেশের বাইরে যেসব দেশ রয়েছে এসব দেশকে - বলে।

উত্তর : বহির্বিশ্ব

১৬০. সার্ক - সংস্থা।

উত্তর : আঞ্চলিক সহযোগিতা সংস্থা।

১৬১. বিশ্বে এ পর্যন্ত - বিশ্বযুদ্ধ হয়েছে।

উত্তর : দু'টি

১৬২. ১৯৪৫ সালের - জাতিসংঘ গঠিত হয়

উত্তর : ২৪ অক্টোবর

১৬৩. বাংলাদেশ ১৯৭৪ সালের - জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

উত্তর : ১৭ সেপ্টেম্বর

১৬৪. বর্তমানে জাতিসংঘের সদস্যসংখ্যা -।

উত্তর : ১৯৩

১৬৫. জাতিসংঘের - শাখা রয়েছে।

উত্তর : ছয়টি

১৬৬. - বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে।

উত্তর : ১৯৮৬ সালে

১৬৭. জাতিসংঘের স্থায়ী সদস্যরাষ্ট্র -।

উত্তর : পাঁচটি

১৬৮. ইউনিসেফ বিশ্বের উন্নয়নে কাজ করে।

উত্তর : শিশুদের

১৬৯. ইউনিসেফের সদর দপ্তর - অবস্থিত।

উত্তর : নিউইয়র্কে

১৭০. ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত -।

উত্তর :প্যারিসে

১৭১. ফেব্রম্নয়ারি আমাদের ভাষা শহীদ দিবস বিশ্ব মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে - সহায়তায়।

উত্তর : ইউনেস্কোর

১৭২. ঋঅঙ-এর সদর দপ্তর - অবস্থিত।

উত্তর : ইতালির রোমে

১৭৩. বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় - তারিখে।

উত্তর : ৭ এপ্রিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে