বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

নিচের উদ্দীপকটি পড়ে ১০৩ ও ১০৪নং প্রশ্নের উত্তর দাও। প্রবীণরা সমাজের সম্মানিত ব্যক্তি। তাদের দুর্ভোগ লাঘবের জন্য বিশ্বব্যাপী অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশে 'আন্তর্জাতিক প্রবীণ দিবস' পালন করা হয়। সেই সঙ্গে গড়ে তোলা হয়েছে একাধিক প্রতিষ্ঠান। ১০৩. উদ্দীপকে বর্ণিত দিবসটি কত তারিখে পালিত হয়? ক) ১ অক্টোবর খ) ৫ অক্টোবর গ) ৮ সেপ্টেম্বর ঘ) ১০ ডিসেম্বর উত্তর : ক) ১ অক্টোবর ১০৪. উক্ত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সাদৃশ্য হচ্ছে- র. বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি রর.বাংলাদেশ প্রবীণ কল্যাণ সমিতি ররর. বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর :খ) র ও ররর ১০৫. নিচের কোন মানবিক সমস্যাটি স্বাভাবিক, সর্বজনীন ও বিশ্বব্যাপী? ক) প্রবীণ জনসংখ্যার সমস্যা খ) জনসংখ্যা সমস্যা গ) বস্তি সমস্যা ঘ) স্বাস্থ্যসেবা সমস্যা উত্তর : ক) প্রবীণ জনসংখ্যার সমস্যা ১০৬. বেঁচে থাকলে জীবনের অবশ্যম্ভাবী সর্বশেষ স্তর হলো- ক) শৈশব খ) কৈশোর গ) বার্ধক্য ঘ) যৌবন উত্তর : গ) বার্ধক্য ১০৭. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়- ক) ১ অক্টোবর খ) ৫ অক্টোবর গ) ১০ অক্টোবর ঘ) ১৫ অক্টোবর উত্তর : গ) ১০ অক্টোবর ১০৮. মানবজীবনের 'দ্বিতীয় শৈশব' কোনটি? ক) শৈশবকাল খ) কৈশোরকাল গ) প্রবীণকাল ঘ) যৌবনকাল উত্তর : গ) প্রবীণকাল ১০৯. চিকিৎসা সমাজকর্মের প্রধান ক্ষেত্র হলো- র. রোগীকে ওষুধ প্রদান করা রর. রোগীর সার্বিক সেবা নিশ্চিত করা ররর. রোগীকে মানসিক সেবা প্রদান করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ১১০. সমাজকর্ম অনুশীলনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র কোনটি? ক) ব্যক্তি ও সমস্যা খ) ব্যক্তি ও সমাজকর্মী গ) ব্যক্তি ও পরিবেশ ঘ) ব্যক্তি ও প্রতিষ্ঠান \হউত্তর :গ) ব্যক্তি ও পরিবেশ ১১১. 'ডযধঃ রং ঝড়পরধষ ঈধংব ডড়ৎশ'-গ্রন্থটি কার লেখা? ক) এনা এল ডয়েস খ) ম্যারি রিচমন্ড গ) আগাথা ক্রিস্টি ঘ) এইচ পার্লম্যান উত্তর :খ) ম্যারি রিচমন্ড ১১২. কত সালে মিলিটারি সমাজকর্ম আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে? ক) ১৯৪৩ সালে খ) ১৯৪৫ সালে গ) ১৯৫০ সালে ঘ) ১৯৫৩ সালে উত্তর : ক) ১৯৪৩ সালে ১১৩. কোন সংস্থার সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে চিকিৎসা সমাজকর্ম চালু করা হয়? ক) ইউনেস্কো খ) ইউনিসেফ গ) আন্তর্জাতিক রেডক্রস ঘ) সমাজসেবা অধিদপ্তর উত্তর :গ) আন্তর্জাতিক রেডক্রস ১১৪. '৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সসীমাই হচ্ছে প্রবীণ।'-উক্তিটি কার? ক) জাতিসংঘের খ) বাংলাদেশ সংবিধানের গ) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঘ) প্রবীণ হিতৈষী সংঘের উত্তর :ঘ) প্রবীণ হিতৈষী সংঘের তৃতীয় অধ্যায় ১. 'চৎড়নষবস' শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ- ক) চৎড়নষবসরধ থেকে খ) চৎড়নষবসধ থেকে গ) চৎড়নষবসব থেকে ঘ) চৎড়নষবসবরধ থেকে উত্তর :খ) চৎড়নষবসধ থেকে ২. নিচের কোনটি সামাজিক অনাচারের উদাহরণ? ক) নিরক্ষরতা খ) যৌতুক গ) দরিদ্রতা ঘ) পুষ্টিহীনতা উত্তর : খ) যৌতুক ৩. নিচের কোনটি সামাজিক সমস্যা? ক) খরা খ) বন্যা গ) দারিদ্র্য ঘ) নদীভাঙন উত্তর :গ) দারিদ্র্য ৪. 'অহধষুুরহম ঝড়পরধষ চৎড়নষবস' গ্রন্থের লেখক কে? ক) চ.ই ঐড়ৎঃড়হ খ) উৎবংংষবৎ গ) ঈ.গ. ঈধংব ঘ) ঘড়ৎফংড়হম উত্তর :ঘ) ঘড়ৎফংড়হম ৫. 'সামাজিক সমস্যা মানুষের মানসিক চিন্তার প্রতিফল'- উক্তিটি কার? ক) চ.ই ঐড়ৎঃড়হ খ) ঈ.গ. ঈধংব গ) ইৎঁবমমসধহহ ঘ) উৎবংংষবৎ উত্তর :খ) ঈ.গ. ঈধংব ৬. সামাজিক সমস্যার বৈশিষ্ট্য হলো- র) সমাজের অধিকাংশ মানুষের জন্য ক্ষতিকর রর) সমাজ থেকে সৃষ্ট ররর) সমস্যা সমাধানযোগ্য নয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর :ক) র ও রর ৭. 'অসম পরিবর্তনজনিত অসঙ্গতি থেকে সামাজিক সমস্যার সৃষ্টি'- উক্তিটি কার? ক) ট্যালকট পারসন্স খ) ই-মেরিল গ) গিলিন ঘ) অগবার্ন উত্তর :ঘ) অগবার্ন ৮. মানুষের পাপাচারকে সামাজিক সমস্যার কারণ হিসেবে আখ্যায়িত করেছেন কে? ক) ই-মেরিল খ) গিলিন গ) অগবার্ন ঘ) ট্যালকট পারসন্স উত্তর :ক) ই-মেরিল ৯. 'জবধফরহম :ড় ঝড়পরধষ চৎড়নষবসং' গ্রন্থটির লেখক কে? ক) ডড়ষভ খ) ঈ.গ. ঈধংব গ) ইৎঁবমমসধহহ ঘ) উধারফ উৎবংংষবৎ উত্তর :ক) ডড়ষভ হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে