বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
নিউজিল্যান্ড

প্রশ্ন :শিলামুদ্রার দেশ হিসেবে বিখ্যাত 'ইয়াপ' দ্বীপটি অবস্থিত-

উত্তর :মাইক্রোনেশিয়ায়

প্রশ্ন :মাইক্রোনেশিয়ার রাষ্ট্রীয় নাম-

উত্তর : মাইক্রোনেশিয়া যুক্তরাষ্ট্রসমূহ

প্রশ্ন :নাউরুর পার্লামেন্টের আসন সংখ্যা-

উত্তর : ১৮টি

প্রশ্ন : বিশ্বে সর্বপ্রথম নারীরা ভোটাধিকার লাভ করে-

উত্তর :নিউজিল্যান্ডে, ১৮৯৩ সালে

প্রশ্ন :কিউই বলা হয়-

উত্তর :নিউজিল্যান্ডের অধিবাসীদের

প্রশ্ন :নিউজিল্যান্ডের নামকরণ করেন-

উত্তর :ডাচ নাবিক ভাসমান (নেদারল্যান্ডসের 'জিল্যান্ড' প্রদেশের নামানুসারে)

প্রশ্ন :স্বাধীনতা লাভের পূর্বে সামোয়া যে দুটি দেশের শাসনাধীনে ছিল-

উত্তর :জার্মানি ও নিউজিল্যান্ডের

প্রশ্ন :সলোমন দ্বীপপুঞ্জের অধিকাংশ মানুষ-

উত্তর :মেলানেশীয় গোত্রভুক্ত

প্রশ্ন :সলোমন দ্বীপপুঞ্জের বিবদমান দুটি সশস্ত্র গ্রম্নপের নাম-

উত্তর :ইসতাবু ফ্রিডম ও মেলেইতা ঈগল ফোর্স

প্রশ্ন :মকরক্রান্তি ও আন্তর্জাতিক তারিখ রেখা পরস্পরকে ছেদ করেছে-

উত্তর :টোঙ্গায়

প্রশ্ন :টুভ্যালুর প্রাচীন নাম-

উত্তর :এলিস দ্বীপপুঞ্জ

প্রশ্ন :এলিস দ্বীপপুঞ্জ টুভ্যালু নাম ধারণ করে-

উত্তর :১৯৭৫ সালে।

প্রশ্ন :২০২৪ সালের বর্ষপণ্য কোনটি?

উত্তর:হস্তশিল্পজাত পণ্য

প্রশ্ন :বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয় কবে?

উত্তর:৩ জানুয়ারি ২০২৪

প্রশ্ন :২৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য (এও) কয়টি?

উত্তর:২১টি

প্রশ্ন :৯ জানুয়ারি ২০২৪ দেশের ২১তম এও পণ্য হিসেবে সনদ দেওয়া হয় কোনটিকে?

উত্তর:কুষ্টিয়ার তিলের খাজা

প্রশ্ন :ঢাকা-কক্সবাজার রেলপথে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের নাম কী?

উত্তর:কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে