বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

১০. 'অষষ ংড়পরধষ ঢ়ৎড়নষবসং মৎড়ি ড়ঁঃ ড়ভ :যব ংড়পরধষ ঢ়ৎড়নষবসং' কে বলেছেন?

ক) গিলিন খ) ই-মেরিল

গ) অগবার্ন ঘ) ট্যালকট পারসন্স

উত্তর :ক) গিলিন

১১. সমাজে উদ্ভূত সামাজিক সমস্যা-

র) সমাজের স্বাভাবিক গতিতে বাধাগ্রস্ত করে

রর) উন্নয়ন প্রক্রিয়াকে শ্লথ করে

ররর) মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ক) র ও রর

১২. সামাজিক সমস্যা একটি-

ক) মূর্ত ধারণা খ) বিমূর্ত ধারণা

গ) মৌলিক ধারণা ঘ) অবাস্তব ধারণা

উত্তর :খ) বিমূর্ত ধারণা

১৩. সামাজিক সমস্যা সমাধানে কোনটির বিকল্প নেই?

ক) সচেতনতা খ) হস্তক্ষেপের

গ) একক প্রচেষ্টায় ঘ) যৌথ প্রচেষ্টার

উত্তর :ঘ) যৌথ প্রচেষ্টার

১৪. সামাজিক সমস্যার বৈশিষ্ট্য কোনটি?

ক) অসমসাংস্কৃতিক পরিবর্তন খ) বাস্তবমুখী নীতি বিবর্জিত

গ) আদর্শ ও মূল্যবোধের পরিপন্থি ঘ) শিল্পায়ন ও নগরায়ণের দ্বারা প্রভাবিত

উত্তর : গ) আদর্শ ও মূল্যবোধের পরিপন্থি

১৫. সামাজিক সমস্যার কয়টি দিক রয়েছে?

ক) একটি খ) দু'টি

গ) তিনটে ঘ) চারটি

উত্তর : খ) দু'টি

১৬. সামাজিক সমস্যা সমাধানের পূর্বশর্ত কোনটি?

ক) আইনের শাসন প্রতিষ্ঠা

খ) স্বাধীন বিচার বিভাগ

গ) আর্থিক সচ্ছলতা আনয়ন

ঘ) দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান

উত্তর : ক) আইনের শাসন প্রতিষ্ঠা

১৭. সমাজের জন্য ক্ষতিকর, অবাঞ্ছিত ও অনাকাঙ্ক্ষিত অবস্থাকে কি বলা হয়?

ক) রাজনৈতিক সমস্যা খ) অর্থনৈতিক

গ) সামাজিক সমস্যা ঘ) ক্ষতিকর অবস্থা

উত্তর : গ) সামাজিক সমস্যা

১৮. মূল্যবোধের অবক্ষয় সমাজে-

র) অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে

রর) আবেগীয় সংকট তৈরি করে

ররর) সামাজিক আদর্শ সুদৃঢ় করে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

নিচের উদ্দীপকটি পড়ে এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও।

প্রভাষক উৎপল কুমার সরকার হাজী ইউনুস আলী কলেজের শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন। তিনি জিতু নামের এক বখাটে ছাত্রের উচ্ছৃঙ্খল আচরণ ও ইভ টিজিংয়ের শাসন করায় তার স্টাম্পের আঘাতে হত্যার শিকার হন।

১৯. উদ্দীপকে সমাজের কোন দিকটিকে নির্দেশ করে?

ক) সামাজিক অস্থিতিশীলতা খ) মূল্যবোধের অবক্ষয়

গ) সামাজিক অনাচার ঘ) মানবাধিকার লঙ্ঘন

উত্তর : খ) মূল্যবোধের অবক্ষয়

২০. উক্ত সমস্যা সমাধানের জন্য প্রয়োজন-

র) নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার

রর) সামাজিক রীতি-নীতি মেনে চলতে উৎসাহিতকরণ

ররর) সন্তানের প্রতি পিতা-মাতার সচেতনতা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) র ও রর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

২১. সাংস্কৃতিক কারণে উদ্ভূত সামাজিক সমস্যা হিসেবে যা অধিক উপযোগী-

র) বেকারত্ব

রর) অপরাধপ্রবণতা

ররর) বিবাহ বিচ্ছেদ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

\হউত্তর : গ) রর ও ররর

২২. 'সামাজিক সমস্যা হলো সমাজের অধিকাংশ মানুষের ওপর ক্ষতির প্রভাবের এমন পরিস্থিতি, যা মোকাবিলায় সমষ্টিগত প্রয়াস প্রয়োজন হয়।' কথাটি বলেছেন-

ক) এইচ এ ফেলেপস ও জি উইলসন

খ) লরেন্স কে ফ্রাঙ্ক ও রবার্ট এল বার্কার

গ) আর এফ উইনচ ও সি এম কেস

ঘ) পিবি হর্টন ও জে আর লেসলি

উত্তর : ঘ) পিবি হর্টন ও জে আর লেসলি

২৩. সমাজের ইতিহাসের প্রাথমিক পর্যায়ে সমস্যাগুলো ছিল মূলত-

ক) বহুমাত্রিক খ) ত্রিমাত্রিক

গ) দ্বিমাত্রিক ঘ) একমাত্রিক

উত্তর : ঘ) একমাত্রিক

২৪. সমাজবিজ্ঞানী ঈযধৎষবং তধংঃৎধি সামাজিক সমস্যার কয়টি বৈশিষ্ট্যের কথা উলেস্নখ করেছেন?

ক) দুটি খ) তিনটি

গ) চারটি ঘ) পাঁচটি

উত্তর : ক) দুটি

২৫. সামাজিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ উপায় কোনটি?

ক) বন্যা নিয়ন্ত্রণ খ) সমাজ

গ) শিক্ষা প্রতিষ্ঠান তৈরি ঘ) মানবসম্পদ উন্নয়ন

উত্তর : খ) সমাজ

২৬. সামাজিক সমস্যা কীসের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে?

ক) ব্যক্তির খ) পরিবার

গ) রাষ্ট্রের ঘ) সমাজের

উত্তর : ঘ) সমাজের

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে