বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

গুচ্ছভর্তি পরীক্ষা 'বি' ইউনিটে শাবিপ্রবিতে উপস্থিত ৯৪% ভর্তিচ্ছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৪ মে ২০২৪, ০০:০০
গুচ্ছভর্তি পরীক্ষা 'বি' ইউনিটে শাবিপ্রবিতে উপস্থিত ৯৪% ভর্তিচ্ছু
গুচ্ছভর্তি পরীক্ষা 'বি' ইউনিটে শাবিপ্রবিতে উপস্থিত ৯৪% ভর্তিচ্ছু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত মানবিক অনুষদের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় ২ হাজার ৪০৯ জন পরীক্ষার্থী মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ২৫৮ শিক্ষার্থী অর্থাৎ ৯৩ দশমিক ৭৩ শতাংশ। অনুপস্থিত ছিল ১৫১ জন শিক্ষার্থী। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান। এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এ, বি, সি, ডি, ই বিল্ডিং ও সামাজিক বিজ্ঞান বিল্ডিংয়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এ বিষয়ে অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খান বলেন, এবার শাবিপ্রবি কেন্দ্রে 'বি' ইউনিটে মোট ২ হাজার ৪০৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে আবেদন করেলেও শুক্রবার পরীক্ষায় উপস্থিত ছিলেন ২ হাজার ২৫৮ জন এবং অনুপস্থিত ছিলেন ১৫১ জন। যা মোট শিক্ষার্থীর ৯৩ দশমিক ৭৩ শতাংশ উপস্থিত ছিলেন।

পরীক্ষা দিতে আসা এক অভিভাবক গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশংসা করে বলেন, তিন বছর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের সারা দেশে যাওয়া-আসা করতে হতো, এতে মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক সমস্যার পাশাপাশি যাতায়াত সমস্যার ও সম্মুখীন হতে হতো। কিন্তু এখন বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ার ফলে শিক্ষার্থী এবং অভিভাবকদের বিড়ম্বনা কমে আসছে।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে