শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৭ মে ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু
মোগল সম্রাট আকবর

প্রশ্ন :কোন ধর্মের ধর্মগ্রন্থের নাম 'দ্বাদশ অঙ্গ'?

উত্তর :জৈনধর্ম

1

প্রশ্ন :গঞ্জাম লিপি থেকে কোন রাজা সম্পর্কে জানা যায়?

উত্তর :শশাঙ্ক

প্রশ্ন :বেদকে শুদ্ধভাবে পড়া ও বোঝার জন্য যে সাহিত্য রচিত হয়েছে তার নাম কী?

উত্তর :স্মৃতি সাহিত্য

প্রশ্ন :আকবরের নবরত্ন সভার কোন সদস্যকে হত্যা করা হয়েছিল?

উত্তর :আবুল ফজল

প্রশ্ন :কোন মোগল সম্রাট অমরকোটের জঙ্গলে জন্মগ্রহণ করেছিলেন?

উত্তর :আকবর

প্রশ্ন :'আলাই দরওয়াজা' কার স্থাপত্য কীর্তি?

উত্তর :আলাউদ্দিন খলজি

প্রশ্ন :বিখ্যাত ইউরোপীয়ান রাষ্ট্রদূত স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় কবে আসেন?

উত্তর :১৬১৫ খ্রিষ্টাব্দ

প্রশ্ন :হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ কবে ভারত সম্রাট হয়েছিলেন?

উত্তর :১৫৪০ খ্রিষ্টাব্দ

প্রশ্ন :কোন সম্রাট তার শ্বশুরকে হত্যা করে ১২৯৬ খ্রিষ্টাব্দে দিলিস্নর সিংহাসন দখল করেন?

উত্তর :আলাউদ্দিন খলজি

প্রশ্ন :পোলো খেলার পৃষ্ঠপোষক হিসেবে কোন শাসকের নাম উলেস্নখযোগ্য?

উত্তর :কুতুবউদ্দিন

প্রশ্ন :ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম 'বুসেফেলাস' যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছিলেন?

উত্তর :আলেকজান্ডার

প্রশ্ন :মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য সমস্ত সম্পত্তি দান করে যান-

উত্তর :হাজী মুহম্মদ মুহসীন।

প্রশ্ন :নওয়াব আব্দুল লতিফ জন্মগ্রহণ করেন-

উত্তর :১৮২৮ সালে, ফরিদপুরে।

প্রশ্ন :সতীদাহ প্রথা রহিতকরণে প্রধান ভূমিকা পালন করেন-

উত্তর :রাজা রামমোহন রায়।

প্রশ্ন :ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেড পন্ডিত ছিলেন-

উত্তর :ফোর্ট উইলিয়াম কলেজের।

প্রশ্ন :হিন্দু বিধবা বিবাহের প্রচলন হয়-

উত্তর :ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায়।

প্রশ্ন : প্রথম দিকে ভারতবর্ষেও স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন-

উত্তর :তিতুমীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে