বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ০১ জুলাই ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

বায়ান্নর দিনগুলো

১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের কোন মাসে জন্মগ্রহণ করেন?

ক. জানুয়ারি খ. ফেব্রম্নয়ারি

গ. মাচ ঘ. এপ্রিল

উত্তর :গ. মার্চ

২। বঙ্গবন্ধুর ক্ষেত্রে কোন বিশেষণটি সর্বাধিক প্রযোজ্য?

ক. রাজনীতিবিদ খ. অবিসংবাদিত নেতা

গ. প্রতিবাদী চরিত্র ঘ. বিখ্যাত ব্যক্তি

উত্তর : খ. অবিসংবাদিত নেতা

৩। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?

ক. ১০ জানুয়ারি খ. ১০ ফেব্রম্নয়ারি

গ. ১৭ মার্চ ঘ. ১৫ আগস্ট

উত্তর :ক. ১০ জানুয়ারি

৪। ছয় দফা আন্দোলনের প্রবক্তা কে?

ক. সোহরাওয়ার্দী খ. এ কে ফজলুল হক

গ. মওলানা ভাসানী ঘ. শেখ মুজিবুর রহমান

উত্তর :ঘ. শেখ মুজিবুর রহমান

৫। হাচু ও কামাল কোথায় খেলছিল?

ক. নিচে খ. মাঠে

গ. পার্কে ঘ. ঘরে

উত্তর :ক. নিচে

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মাগো, ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চায়। মাত্র আর কটা দিন অপেক্ষা করো, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই বাড়ি ফিরব। মা পড়ে আর হাসে, পাগল ছেলে! তোর ওপর কি রাগ করতে পারি?

৬। উদ্দীপকটির প্রেক্ষাপট তোমার পঠিত কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

ক. বিড়াল খ. আহ্বান

গ. অপরিচিতা ঘ. বায়ান্নর দিনগুলো

উত্তর :ঘ. বায়ান্নর দিনগুলো

৭। উক্ত সাদৃশ্যের কারণ-

র. ভাষাপ্রীতি রর. সান্ত্বনা ররর. স্নেহ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

৮। জেলখানায় বঙ্গবন্ধুর সহকর্মী কে ছিলেন?

ক. ভাসানী খ. মহিউদ্দিন

গ. সোহরাওয়ার্দী ঘ. এ কে ফজলুল হক

উত্তর :খ. মহিউদ্দিন

৯। 'অনশন' শব্দের পাশে কোনটি প্রযোজ্য?

ক. আন্দোলন খ. বিক্ষোভ

গ. ধর্মঘট ঘ. প্রতিবাদ

উত্তর :ঘ. প্রতিবাদ

১০। বঙ্গবন্ধুকে কোন জেলে স্থানান্তর করা হয়?

ক. নারায়ণগঞ্জ খ. গোপালগঞ্জ

গ. ফরিদপুর ঘ. সিলেট

উত্তর :গ. ফরিদপুর

১১। জেলখানায় স্থানান্তরের সময় দেরি করাতে বঙ্গবন্ধুর কী প্রকাশ পায়?

ক. চালাকি খ. দূরদর্শিতা

গ. কূটবুদ্ধি ঘ. স্থূলবুদ্ধি

উত্তর :খ. দূরদর্শিতা

১২। 'কিসমত' শব্দের অর্থ কী?

ক. মত খ. বিশ্বাস

গ. ভাগ্য ঘ. কথা

উত্তর :গ. ভাগ্য

১৩। বঙ্গবন্ধুর ফরিদপুর জেলখানায় যাওয়ার বাহন কী ছিল?

ক. জাহাজ খ. নৌকা

গ. রেল ঘ. বাস

উত্তর :ক. জাহাজ

১৪। 'বায়ান্নর দিনগুলো' রচনায় কোন পার্কের উলেস্নখ আছে?

ক. রমনা খ. ভিক্টোরিয়া

গ. চন্দ্রিমা ঘ. ন্যাশনাল

উত্তর :খ. ভিক্টোরিয়া

১৫। সহকর্মীদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় বঙ্গবন্ধু বলেছিলেন ্ত

র. ক্ষমার কথা

রর. প্রতিশোধের কথা

ররর. আত্মতৃপ্তির কথা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :খ. র ও ররর

১৬। কত সালে ঐতিহাসিক আগরতলা মামলা করা হয়?

ক. ১৯৫৭ খ. ১৯৫৯ গ. ১৯৬৮ ঘ. ১৯৬৭

উত্তর :গ. ১৯৬৮

১৭। মহিউদ্দিন কোন রোগে ভুগছিলেন?

ক. ব্রঙ্কাইটিস খ. পস্নুরিসিস

গ. হেপাটাইটিস ঘ. সাইনোসাইটিস

উত্তর :খ. পস্নুরিসিস

১৮। বঙ্গবন্ধুর অনশনে খাওয়ানোর সময় জেল কর্তৃপক্ষের উদ্দেশ্য কী ছিল?

ক. সেবা করা

খ. আপ্যায়ন করা

গ. কোনো রকমে বাঁচিয়ে রাখা

ঘ. নির্যাতন করা

উত্তর :গ. কোনো রকমে বাঁচিয়ে রাখা

১৯। অনশনের সময় বঙ্গবন্ধু ইচ্ছে করে কী খেতেন?

ক. লেবুর শরবত খ. বেলের শরবত

গ. চিনির শরবত ঘ. গস্নুকোজ

উত্তর : ক. লেবুর শরবত

২০। 'প্যালপিটিশন' শব্দটি কিসের সঙ্গে জড়িত?

ক. শিরা খ. মাথা

গ. হাত ঘ. পা

উত্তর :গ. হাত

২১। স্স্নোগান শুনে আবেগাপস্নুত বঙ্গবন্ধুর মাঝে কী প্রকাশ পায়?

ক. দেশপ্রীতি খ. স্বজনপ্রীতি

গ. কর্মীপ্রীতি ঘ. ভাষাপ্রীতি

উত্তর :ঘ. ভাষাপ্রীতি

২২। ফরিদপুরে শোভাযাত্রা চলছিল কোন তারিখে?

ক. ১৫ ফেব্রম্নয়ারি খ. ২০ ফেব্রম্নয়ারি

গ. ২১ ফেব্রম্নয়ারি ঘ. ২২ ফেব্রম্নয়ারি

উত্তর : ঘ. ২২ ফেব্রম্নয়ারি

২৩। নিচের কোন বানানটি সঠিক?

ক. অপরিনামদর্শিতা খ. অপরিণামদর্শিতা

গ. অপরীনামদর্সিতা ঘ. অপরীণামদর্শিতা

উত্তর : খ. অপরিনামদর্শিতা

২৪। আন্দোলন ও দাঙ্গার ক্ষেত্রে আইনের কোন ধারাটি ব্যবহৃত হয়?

ক. ১০২ খ. ১০৩

গ. ১৪১ ঘ. ১৪৪

উত্তর : ঘ. ১৪৪

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে