গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস (বিএনসিসি) কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ৬ নভেম্বর এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কনভেনার ও বিশ্ববিদ্যালিয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (এলপিআর), স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. মোহাম্মদ আফজাল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় উন্নয়ন, শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনে বিএনসিসির ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে বিএনসিসি ক্যাডেটদের বিভিন্ন শারীরিক কুচকাওয়াজ উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে।